9.9 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

দ্বিতীয় বিয়ের বিষয়ে যা বললেন শ্রীলেখা

দ্বিতীয় বিয়ের বিষয়ে যা বললেন শ্রীলেখা - the Bengali Times
শ্রীলেখা মিত্র

পশ্চিমবঙ্গে সিনেমা জগতের এক পরিচিত মুখ শ্রীলেখা মিত্র। বরাবরই ভীষণ স্পষ্টবক্তা বলা যায় তাকে। নিজের ভাবনা চিন্তা নিয়ে কখন লুকোচুরি করতে পছন্দ করেন না এই অভিনেত্রী।

সম্প্রতি দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয় শ্রীলেকাকে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি আর বিয়ে করতে চান না।

- Advertisement -

অভিনেত্রীর কথায়, ‘না, আমি দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছি না। এখনো দূর পর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যাকে দেখে মনে হতে পারে হ্যাঁ, এই তো সে যার জন্য অপেক্ষা করছি। নিজে নিজে বস হয়ে যাওয়ার পর আর এসব ভালো লাগে না।’

অভিনেত্রী আরও বলেন, ‘টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি,পাশে শুয়ে কেউ নাক ডাকছে এটা এখন আর সহ্য করতে পারব না। আমি কুকুরদের নিয়ে ভালো আছি। ওদের সঙ্গে শুয়ে থাকি রাজার মতো। পাশে আরেকজনকে নিয়ে শুতে পারব না।’

শ্রীলেখা জানালেন প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও এখনো সাবেক শ্বশুরবাড়িতে যাতায়াত আছে তার। তাদের সঙ্গে এখনো সুসম্পর্ক বজায় রেখেছেন।

তার কথায়, ‘আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। গত ১০ বছর আমরা আমাদের মতো করে নিজেদের আবিষ্কার করেছি। হয়তো ওটুকুই ছিল আমাদের জন্য বরাদ্দ। একে অন্যকে সম্মান দিয়ে ভালোভাবে সিভিল জীবনযাপন করছি, মেয়ে বড় হচ্ছে এটাই তো যথেষ্ট।’

তথ্যসূত্র: আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles