11.1 C
Toronto
রবিবার, মে ১১, ২০২৫

মার্শাল আর্ট কোচের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

মার্শাল আর্ট কোচের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ - the Bengali Times
নিউমার্কেটের এক ব্যক্তির বিরুদ্ধে মার্শাল আর্ট ক্লাবে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে

নিউমার্কেটের এক ব্যক্তির বিরুদ্ধে মার্শাল আর্ট ক্লাবে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ওই ক্লাবে তিনি কোচের দায়িত্বে ছিলেন।

ইয়র্ক রিজিয়নাল পুলিশ জানিয়েছে, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যৌন হস্তক্ষেপ ও যৌন নির্যাতনের অভিযোগের মুখে পড়েছেন নিউমার্কেটের বাসিন্দা ২৬ বছর বয়সী অ্যান্থনি পেন্স।

- Advertisement -

এ ব্যাপারে তাদের তদন্তের বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। যেমন ঘটনাটি ঘটেছে যে ক্লাবে তার অবস্থান এবং কখন ঘটনাটি ঘটেছে সেই তথ্য। ভুক্তভোগীকে সুরক্ষার লক্ষ্যেই ঘটনার বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ। তারা বলেছে, পেন্স গ্রেটার টরন্টো এরিয়ার অন্য একটি মার্শাল আর্ট ক্লাবে কাজ করেন বলে জানা গেছে। তদন্তকারীদের বিশ্বাস আরও ভুক্তভোগী থাকতে পারে, যারা এগিয়ে আসেননি। এমন কেউ থাকলে যত দ্রুত সম্ভব তাদেরকে পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হচ্ছে।

কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে তাকে তদন্তকারীদের সঙ্গে ১-৮৬৬-৮৭৬-৫৪২৩ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles