8.3 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

আমাকে কেন সৃজিতের স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে হবে?

আমাকে কেন সৃজিতের স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে হবে? - the Bengali Times
রাফিয়াথ রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলার নতুন ছবি ‘ও অভাগী’ মুক্তি পাচ্ছে। সেই ছবির প্রিমিয়ারের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ ছবির প্রিমিয়ারের জন্য কলকাতায় রয়েছেন মিথিলা।

সেখানে ওটিটি প্লেকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা বলেছেন, সৃজিতের সদ্য একটি ছবি মুক্তি পেয়েছে। অতি উত্তম ছবির প্রচারে বা সাক্ষাৎকারে ওকে কেউ আমার বিষয়ে, ওর বিবাহিত জীবনের বিষয়ে প্রশ্ন করেনি। কিন্তু আমায় করে। এই এক জিনিস মায়ার প্রমোশনের সময়ও হয়েছিল। বাংলাদেশেও সবাই সৃজিতকে ভারতের পরিচালক হিসেবে চেনে। আর আমি ওর স্ত্রী। এটা অত্যন্ত দুর্ভাগ্যের।

- Advertisement -

আমি আন্তর্জাতিক স্তরে কাজ করি, পিএইচডি করছি, অভিনেত্রীও। সেগুলো যথেষ্ট নয় আমার পরিচয়ের জন্য? আমায় কেন কারও স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে হবে?

পরিণীতি কি অন্তঃসত্ত্বা? মুখ খুললেন অভিনেত্রীপরিণীতি কি অন্তঃসত্ত্বা? মুখ খুললেন অভিনেত্রী

সৃজিত প্রসঙ্গে মিথিলা বলেন, সৃজিত আমাকে চমক দিতে কখনই ভোলে না। আমি উলুপির কথা জানতাম। কিন্তু এখন এসে দেখলাম একটা নয় ওর সঙ্গে আরও তিনটি বল পাইথন আছে।’

এদিন একই সঙ্গে তিনি জানান, ‘সত্যি বলতে— আমি পাইথন বা সাপের একেবারেই ভক্ত নই। তাই আমি নিশ্চিত নই যে গোটা বিষয়টায় আমি কেমন ফিল করতে চলেছি। কিন্তু আমি সৃজিতকে বাধাও দিইনি।’

ভেঙে যাওয়া বিয়ের বার্ষিকী উদযাপন করলেন নওয়াজ-আলিয়া!ভেঙে যাওয়া বিয়ের বার্ষিকী উদযাপন করলেন নওয়াজ-আলিয়া!

সৃজিতের সঙ্গে কি ঝামেলা চলছে মিথিলার— এমন প্রশ্নের জবাবে মিথিলা জানান, এসব একেবারেই ভুল কথা। তিনি এবং তার মেয়ে ঢাকায় থাকেন। কারণ সেখানে থেকে তার কাজ করতে সুবিধা হয়। সেখানে তার পরিবার আছে। এখানে এলে অনেক সময় সৃজিত বাইরে থাকে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles