5.8 C
Toronto
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

এক বোতল পানিতে ২ লাখ ৪০ হাজার প্লাস্টিকের কণা থাকে : গবেষণা

এক বোতল পানিতে ২ লাখ ৪০ হাজার প্লাস্টিকের কণা থাকে : গবেষণা - the Bengali Times

নতুন একটি গবেষণা অনুসারে, সাধারণ এক লিটার (৩৩-আউন্স) পানির বোতলে গড়ে প্রায় ২ লাখ ৪০ হাজার প্লাস্টিকের টুকরো থাকে।

- Advertisement -

গবেষকরা নির্ধারণ করেছেন, এই টুকরোগুলির মধ্যে অনেকগুলি ঐতিহাসিকভাবে শনাক্ত করা যায়নি। তারা পরামর্শ দিয়েছেন, প্লাস্টিক দূষণের সাথে যুক্ত স্বাস্থ্য উদ্বেগগুলি নাটকীয়ভাবে উপেক্ষা করা যেতে পারে।

প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস জার্নালে সোমবার প্রকাশিত এই গবেষণায় প্রথম বোতলজাত পানিতে ‘ন্যানোপ্লাস্টিকস’ বা মানুষের চুলের প্রস্থের এক মাইক্রোমিটারের নিচে প্লাস্টিককণার উপস্থিতি মূল্যায়ন করা হয়।

অনুসন্ধানগুলি দেখায় যে, বোতলজাত পানিতে পূর্বের অনুমানের চেয়ে ১০০ গুণ বেশি প্লাস্টিককণা থাকতে পারে। কারণ, পূর্ববর্তী গবেষণায় কেবল মাইক্রোপ্লাস্টিক বা ১ থেকে ৫ হাজার মাইক্রোমিটার টুকরো ছিল।

ন্যানোপ্লাস্টিকগুলি মাইক্রোপ্লাস্টিকের চেয়ে মানব স্বাস্থ্যের জন্য আরও বড় হুমকি। কারণ যথেষ্ট ছোট কণা মানব কোষে, রক্ত প্রবাহে প্রবেশ করতে এবং অঙ্গগুলিকে প্রভাবিত করতে পারে।

সূত্র: এনডিটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles