12.1 C
Toronto
শুক্রবার, মে ৯, ২০২৫

শাহরুখকে খুন করতে চেয়েছিলেন গৌরীর ভাই!

শাহরুখকে খুন করতে চেয়েছিলেন গৌরীর ভাই! - the Bengali Times
শাহরুখ ও গৌরী

শাহরুখ তখন ২৬ বছরের টগবগে তরুণ আর গৌরীর বয়স ২১ বছর। পাঞ্জাবি পরিবারের মেয়ে গৌরী। মুসলিম পরিবারের ছেলে শাহরুখ। যদিও ধর্ম দুজনের ভালোবাসায় অন্তরায় হতে পারেনি। তবু মুসলিম ছেলে শাহরুখের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল গৌরীর পরিবারের। বাদসাধেন তার ভাই বিক্রান্ত ছিব্বড়।

হিন্দু পরিবারের মেয়ের সঙ্গে প্রেম করায় গৌরীর ভাইয়ের এক সময় চক্ষুশূল হতে হয় শাহরুখকে। চূড়ান্ত বিদ্বেষ, শাহরুখকে দেখলেই নাকি খুনে রাগ চেপে যেত গৌরীর ভাইয়ের।

- Advertisement -

অনেক অনেক কাঠ-খড় পুড়িয়ে শেষে ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীকে বিয়ে করেন শাহরুখ।

এক সাক্ষাৎকারে গৌরী বলেন, ‘আমার ভাই বিক্রান্তের চক্ষুশূল ছিল শাহরুখ। যদিও মানুষ হিসেবে আমার ভাই শান্ত প্রকৃতির ও উদার; কিন্তু শাহরুখকে দেখলেই ওর মুখ-চোখ লাল হয়ে যেত। আসলে আমাকে নিয়ে ভীষণ স্পর্শকাতর ছিল। মনে মনে কতবার যে শাহরুখকে ও খুন করেছে, তার কোনো কূল-কিনারা নেই।’

শুধু যে রাগ দেখিয়ে ক্ষান্ত হয়েছেন এমনটা নয়, শাহরুখকে মারার হুমকি পর্যন্তও দেন; কিন্তু গোটা ঘটনায় শাহরুখের কী প্রতিক্রিয়া ছিল?

গৌরী বলেন, সবটাই জানতেন শাহরুখ। তবে কখনো পাল্টা রাগ দেখাননি তিনি। গৌরীর ভাইয়ের প্রায় চার বছর সময় লাগে শাহরুখকে মেনে নিতে।

- Advertisement -

Related Articles

Latest Articles