20.9 C
Toronto
বুধবার, জুন ১২, ২০২৪

অন্তরঙ্গ ওই দৃশ্যের সময় সেটে মাত্র ৫ জন ছিল : তৃপ্তি

অন্তরঙ্গ ওই দৃশ্যের সময় সেটে মাত্র ৫ জন ছিল : তৃপ্তি
বলিউড অভিনেতা রণবীর কাপুরের অ্যানিমেল মুক্তির পর আলোচনা থামছেই না

 

বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ মুক্তির পর আলোচনা থামছেই না। বিশেষ করে এই সিনেমায় রণবীরের সঙ্গে অভিনেত্রী তৃপ্তি দিমরির অন্তরঙ্গ দৃশ্য দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছে।

- Advertisement -

সিনেমায় তৃপ্তির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষ করে খোলামেলা দৃশ্য তার সাহসী পারফরম্যান্স। যেখানে একপ্রকার পোশাক ছাড়াই দেখা মিলেছে তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য শুটিংয়ের সেই মুহূর্তের বিষয়ে কথা বলেছেন তৃপ্তি। যেখানে তিনি জানান, দৃশ্যটির শুটিংয়ের সময় পাঁচজনের বেশি লোক ছিল না ওই সেটে। এমনকি সমস্ত মনিটর বন্ধ রাখা হয়েছিল।

তৃপ্তি বলেন, ‘সৌভাগ্যবশত আমি বুলবুল সিনেমায় ধর্ষণের দৃশ্য অভিনয় করেছি এবং ‘অ্যানিমেল’-এও অন্তরঙ্গ দৃশ্য কাজ করেছি। তবে উভয় সিনেমায় তারা আমাকে বারবার জিজ্ঞেস করেছে, আমি ঠিক আছি কি না।’

‘অ্যানিমেল’ সিনেমায় রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ ওই মুহূর্তের শুটিং সেটে ৫ জনের বেশি উপস্থিত ছিল না জানিয়ে তৃপ্তি বলেন, ‘সেই দৃশ্যের সময় পরিচালক, ডিওপি, অভিনেতাসহ পাঁচজনের বেশি লোক ওখানে উপস্থিত ছিল না। বাকিদের অনুমতি দেওয়া হয়নি। সমস্ত মনিটর বন্ধ ছিল। তারা বারবার বলছিল, যদি কোনো সময় আপনি অস্বস্তি বোধ করেন, আমাদের জানান। আমরা আপনার মতো করে করব।’

রণবীর প্রসঙ্গে তৃপ্তি বলেন, ‘প্রতি পাঁচ মিনিটে রণবীর কাপুর আমাকে জিজ্ঞেস করছিলেন, তুমি ঠিক আছ? কমফোর্ট ফিল করছ? আমি মনে করি এ বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ। তারা এই জিনিসগুলোর প্রতি সংবেদনশীল ছিল।’

তৃপ্তি জানান, একজন অভিনেত্রী হিসেবে নিজের চরিত্রের ওপর শতভাগ বিশ্বাস করা জরুরি এবং সেই কাজটিই তিনি করেছেন।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী অ্যানিমেল মুক্তির পর ইতোমধ্যেই ৫০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

- Advertisement -

Related Articles

Latest Articles