16.1 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

নখ মিললো আরও একটি চকোলেট বারে

নখ মিললো আরও একটি চকোলেট বারে - the Bengali Times
ক্যান্ডি নিয়ে আরও একটি অভিযোগ পেয়েছে টরন্টো পুলিশ

ক্যান্ডি নিয়ে আরও একটি অভিযোগ পেয়েছে টরন্টো পুলিশ। ক্যান্ডিটি হ্যালোইনে বিতরণ করা হয় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, তাদেরকে ৫ নভেম্বর ম্যাকরবার্টস এভিনিউ ও ক্লেয়ার এভিনিউ ওয়েস্টে ডাকা হয়। সেখানে তারা আগে থেকেই মোড়া হ্যালোইন উপহারে নখ পাওয়ার বিষয়টি জানতে পারে। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ক্যান্ডিটি খাচ্ছিলেন। ওই ব্যক্তি সামান্য আহত হলেও নখটি গলাধকরণ করেননি।

- Advertisement -

টরন্টো পুলিশের কাছ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ক্যান্ডিটি ছিল কফি ক্রিস্প।
চকোলেটটি ম্যাকরবার্টস এভিনিউ ও রজার্স রোডের মধ্যবর্তী এবং ক্লেয়ার এভিনিউ ওয়েস্ট এলাকা থেকে সংগ্রহ করা হয়। হ্যালোইনে ক্যান্ডি বিকৃত করে বিতরণের যে খবর গ্রেটার টরন্টো এরিয়ার পুলিশ পেয়েছে এটা তার মধ্যে সর্বশেষ। এ ধরণের আরও কোনো ঘটনা কারো জানা থাকলে টরন্টো পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles