9 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

কারাগারে মির্জা ফখরুলের জন্য রান্না করে খাবার নিয়ে যান স্ত্রী

কারাগারে মির্জা ফখরুলের জন্য রান্না করে খাবার নিয়ে যান স্ত্রী - the Bengali Times
ফাইল ছবি

কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরিবারের সদস্যরা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে যান।

- Advertisement -

কারাবন্দি মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করে রাহাত আরা বেগম জানান, কারাগারে মির্জা ফখরুল ভালো আছেন। কারাগারে যাওয়ার পর এটি আমাদের দ্বিতীয় সাক্ষাৎ।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় ২৯ অক্টোবর সকালে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসভবন থেকে আটক করে ডিবি পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles