9.4 C
Toronto
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

সত্য শাশ্বত, সত্যের উদ্ঘাটন হবেই: নুসরাত

সত্য শাশ্বত, সত্যের উদ্ঘাটন হবেই: নুসরাত - the Bengali Times
নুসরাত জাহান

 

এ মুহূর্তে ফ্ল্যাট প্রতারণা মামলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান।

- Advertisement -

বালিগঞ্জ পার্ক ছাড়িয়ে সার্কুলার রোড ধরে পৌঁছান দেশপ্রিয় পার্কের এক হনুমান মন্দিরে। এটা গত মঙ্গলবারের কথা। সেদিন ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন, ইডির দফতর থেকে বেরিয়েই সোজা মন্দিরে চলে যান অভিনেত্রী।

এ মুহূর্তে ফ্ল্যাট প্রতারণা মামলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান। এ নিয়ে প্রশ্নবিদ্ধ অভিনেত্রী নিজের উপলব্ধি ভাগাভাগি করেছেন।

অভিনেত্রী নুসরাত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন, ‘সত্যের কখনো পরিবর্তন হয় না, তা শাশ্বত। যতই রং চড়িয়ে তা বিকৃত করার চেষ্টা করা হোক না কেন, সত্যিটা প্রকাশ্যে আসবেই। যারা এই সত্যিটা বুঝতে পারে না তারা একদিন না একদিন ধ্বংস হবে।’

মন্দির চত্বরে অবশ্য পরিষ্কার জানিয়েছিলেন, ইডিকে তার যা যা বলার সবটাই বলেছেন। ইডি যা জানতে চেয়েছে, সেই সব প্রশ্নের জবাবও দিয়েছেন।

তাকে কি আবার ডেকে পাঠানো হবে?

জবাবে নুসরাত বলেন, আমার যা যা বলার সবই বলেছি; যা যা দেওয়ার ছিল, দিয়ে এসেছি। এরপরও যদি ওদের মনে হয়, যদি আমাকে ডেকে পাঠান, আমি আবার যাব। সহযোগিতা করব।

- Advertisement -

Related Articles

Latest Articles