11.5 C
Toronto
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

‘আই লাভ ইউ’ বলায় রাস্তা মাঝেই আধঘণ্টা পেটালেন তরুণী

‘আই লাভ ইউ’ বলায় রাস্তা মাঝেই আধঘণ্টা পেটালেন তরুণী - the Bengali Times
ছবি সংগৃহীত

প্রেমের প্রস্তাব দেওয়ায় রাস্তার মাঝে এক যুবককে বেধড়ক পিটিয়েছেন দুই তরুণী। বাজারের মধ্যে আধাঘণ্টা ধরে মারধরের সেই ভিডিও এরইমধ্যে রীতিমত ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় এ ঘটনা ঘটেছে।

“দেখ, তোমাকে ছাড়া আমি মরে যাব। আই লাভ ইউ”…. এ কথা বলামাত্রই ওই যুবকের ওপর কার্যত ঝাঁপিয়ে পড়েন তরুণী। নির্বিচারে জুতোপেটা, বেধড়ক কিল, চড়, লাথি, ঘুসি মারতে থাকেন তাকে।

- Advertisement -

একটানা মার খাওয়ার মাঝে যুবকটি বারবার একটাই কথা বলছিল, “দেখ, তোমায় ছাড়া আমি মরে যাবো।” আর তখনই আরও চড়-থাপ্পড়ের আওয়াজে চাপা পড়ে যায় প্রেম নিবেদন। এই দৃশ্য দেখতে আশেপাশে উপস্থিত লোকজনে ভিড় জমে যায়। যদিও যুবককে উদ্ধারের এগিয়ে আসেনি কেউ।

জানা গিয়েছে, আগ্রার কমলা নগর এলাকা দিয়ে যাচ্ছিলে দুই তরুণী। তখন রাস্তার মাঝখানেই ‘আই লাভ ইউ’ বলে বসেন ওই যুবক।
প্রায় আধাঘণ্টা ধরে মার খেয়েই শেষ রক্ষা হয়নি ওই যুবকের। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ পর্যন্ত পৌঁছেছে বিষয়টি। প্রাসঙ্গিক ধারায় মামলাও দায়ের করা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে।

- Advertisement -

Related Articles

Latest Articles