8.9 C
Toronto
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধে বাংলাদেশ ব্যাংকের নোটিশ

সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধে বাংলাদেশ ব্যাংকের নোটিশ - the Bengali Times

দেশে বিদ্যুৎ সংকটের কারণে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

- Advertisement -

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু আছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় সরকার অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের ২০১২ সালের এক নির্দেশনায় সান্ধ্যকালীন ব্যাংকিংয়ের সময়সূচি নির্ধারণ করা হয় ব্যাংকের অফিস সময়ের পরবর্তী দুই ঘণ্টা। সেই হিসাবে, ব্যাংকিং অফিস সময় যদি শেষ হয় বেলা ৩টায়, তাহলে সান্ধ্যকালীন ব্যাংকিং সময়সূচি হওয়ার কথা ৫টা পর্যন্ত।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles