8.8 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

যে কারণে ফের সমালোচনার মুখে নোরা ফাতেহি

যে কারণে ফের সমালোচনার মুখে নোরা ফাতেহি - the Bengali Times
অভিনেত্রী নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি ৪ জুলাই বৃষ্টিভেজা দিনে মুম্বাইয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যামেরাবন্দী হয়েছেন। সেদিন হালকা গোলাপি শাড়িতে ঠিক যেন ঠিকরে বেরোচ্ছে নোরার গ্ল্যামারাস। তবে গাড়ি থেকে নেমে ইন্ডাস্ট্রির ভেতরে যাওয়ার সময় এক ভিডিওয়ের জেরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার মুখে পড়লেন এই নায়িকা।

সেদিনের ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ের ভারি বৃষ্টিতে নিজের আউটফিট সামলাতে গিয়ে নাকাল নোরা। তার পুরো টিম এগিয়ে আসে নায়িকাকে গাড়ির দরজা থেকে ভ্যানিটিতে পৌঁছে দিতে। সেখানে দেখা যায়, বৃষ্টিতে তখন কাকভেজা নোরার শাড়ির নিচের অংশ ধরে রেখেছেন তার বডিগার্ড।

- Advertisement -

এ দৃশ্য মোটেও পছন্দ হয়নি নেটিজেনদের। নোরা মহারানির মতো হেঁটে যাচ্ছেন, আর তার জন্য হয়রানির মধ্যে পড়ছেন বডিগার্ড! নোরার এমন আচরণে অসংখ্য বাজে মন্তব্য করেছেন নেটিজেনরা।

- Advertisement -

Related Articles

Latest Articles