13.2 C
Toronto
রবিবার, মে ১১, ২০২৫

সেই শাকিরার কারণেই হয়তো বার্সায় টিকে যাচ্ছেন পিকে!

সেই শাকিরার কারণেই হয়তো বার্সায় টিকে যাচ্ছেন পিকে! - the Bengali Times
ছবি সংগৃহীত

কলম্বিয়ান পপতারকা শাকিরার সঙ্গে গত মাসেই ১১ বছরের সম্পর্ক ভেঙেছে বার্সা তারকা জেরার্ড পিকের। তার মধ্যেই কোচ জাভি হার্নান্দেজ জানিয়ে দিয়েছেন, বার্সেলোনার আর তাকে প্রয়োজন নেই। পর পর জোড়া ধাক্কায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পিকে। যার সামনে বিপক্ষের আক্রমণ খেই হারাত, তিনিই এখন জীবনের খেই হারিয়ে ফেলছেন।

শাকিরার সঙ্গে সম্পর্কের অবনতি প্রভাব ফেলছিল পিকের ফুটবলে। সেই শাকিরার সঙ্গে বিচ্ছেদই রুখে দিতে পারে ক্লাবের সঙ্গে বিচ্ছেদ!
পিকের মানসিক পরিস্থিতির দ্রুত অবনতির কথা জানিয়েছেন বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা। ঘরের ছেলের এমন কঠিন সময়ে তার পাশে থাকার বার্তাও দিয়েছেন। বার্সেলোনা সভাপতি বলেছেন, ‘পিকে খুবই সমস্যার মধ্যে আছে। যত দূর মনে হয়, আমাদের প্রিয় খেলোয়াড়দের আমরা টাকা, খ্যাতি দিতে পারি। কিন্তু সব কিছু নয়। পিকেও মানুষ এবং অত্যন্ত ভালো একজন মানুষ। আমাদের সফল অধিনায়কদের একজন। ক্লাব যেমন পিকেকে অনেক দিয়েছে, তেমনি পিকেও ক্লাবকে অনেক দিয়েছে। ‘

- Advertisement -

বিচ্ছেদ হলেও শাকিরা বা পিকে কেউই কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। পিকেকে মানসিক শান্তি দেওয়াই এখন বার্সা কর্তাদের লক্ষ্য। লাপোর্তা বলেছেন, ‘পিকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেটা একদমই কাম্য নয়। এত কম বয়সে সন্তানদের থেকে দূরে থাকা কঠিন। ভক্ত এবং অনুরাগীদের কাছ থেকে পিকের সম্মান, ভালোবাসা প্রাপ্য। এমন কোনো খবরকে বেশি গুরুত্ব দেওয়া ঠিক নয়, যা মানুষের চোখে পিকেকে খারাপ করে তুলতে পারে। তাকে নিয়ে এত বছরের অনুভূতি নষ্ট হয়। ‘

বার্সা সভাপতি আরো বলেছেন, ‘আমি ভাগ্যবান তাকে ব্যক্তিগতভাবে চিনি। সে সবার আগে আমার কাছে একজন মানুষ। দুর্দান্ত একটা মানুষকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে। আমরা তাকে সাহায্য করতে চাই। তার যে ভালোবাসা প্রাপ্য, সেটা দিয়েই আমরা তাকে আগলে রাখতে চাই। ‘

- Advertisement -

Related Articles

Latest Articles