6.9 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

কেন রণবীরের নাম না লিখে হাতে ইংরেজি ‘৮’ লিখলেন আলিয়া

কেন রণবীরের নাম না লিখে হাতে ইংরেজি ‘৮’ লিখলেন আলিয়া - the Bengali Times
রণবীর কাপুর ও আলিয়া ভাট ফাইল ছবি

শুরু হয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের আয়োজন। বৃহস্পতিবার পহেলা বৈশাখেই বিয়ের পিঁড়িতে বসার কথা বলিউডের আলোচিত এই জুটির। এর আগে বুধবার মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মেহেদি দিয়ে হবু স্বামী রণবীর কাপুরের নামের বদলে আলিয়া ভাট হাতে আড়াআড়িভাবে লিখেছেন ইংরেজি ‘৮’ সংখ্যাটি।

এখন প্রশ্ন উঠছে, কেন হবু স্বামীর নাম না লিখে হাতে আড়াআড়িভাবে ইংরেজি ‘৮’ সংখ্যাটি লিখেছেন আলিয়া। এই প্রতীকের ব্যাখ্যা এর আগে একাধিক বার ইনস্টাগ্রামে দিয়েছেন আলিয়া।

- Advertisement -

রণবীরের প্রিয় সংখ্যা ‘আট’। এই একই সংখ্যাকে আড়াআড়িভাবে শুইয়ে দিলে তা অসীমতার কথা বলে। তাই রণবীর ‘৮’ সংখ্যায় বিশ্বাসী। আলিয়া তাই হবু স্বামীর পছন্দের চিহ্নকে নিজের হাতে এঁকে ভালোবাসার কথা বললেন নীরবে।

- Advertisement -

Related Articles

Latest Articles