img

শাড়ি পরার কারণ জানালেন তসলিমা নাসরিন

কেন শাড়ি পরেন তার কারণ জানালেন ভারতে বসবাসকারী বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘কাপড়ের আলমারি খুলে হাতের কাছে যা পাই তাই পরি। চোখের আড়ালে অনেক ভালো কিছু পড়ে থাকে, বছর চলে যায়, পরা হয় না। আমার পরার মধ্যে শার্ট প্যান্ট, অথবা শাড়ি। আমি সালোয়ার কামিজ পরি না। নতুন যে কত ডিজাইন....