img

চলে গেলেন মিস শেফালি

প্রথম বাঙালি ক্যাবারে নর্তকী মিস শেফালি প্রয়াত হলেন ৭৭ বছর বয়সে৷ তাঁর সঙ্গেই শেষ হল কলকাতার এক অভিনব এবং অনন্য সাংস্কৃতিক অধ্যায়ের৷ পরিচালক সত্যজিৎ রায় যখন তাঁর ‘‌সীমাবদ্ধ’ ছবিতে, সত্তরের দশকের নকশাল আন্দোলনের আগুনে সময়ের চূড়ান্ত বৈপরিত্যে ক্লাব কালচার, ঘোড়দৌড় আর নৈশ বিনোদনের সংস্কৃতিতে আকণ্ঠ মজে থাকা অভিজাত, বিত্তবান এক অন্য বাঙালি সমাজকে ধরতে চেয়েছিলেন, একজনকেই বিশেষভাবে বেছে নিয়েছিলেন৷ মিস....