14.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ন্যায়বিচার চেয়েছেন বার্নিসের মা

ন্যায়বিচার চেয়েছেন বার্নিসের মা
পুলিশ জানিয়েছে খাবারে বিষক্রিয়া থেকেই বার্নিস নান্তান্দা ওয়ামালার মৃত্যু

তিন বছর বয়সী শিশু বার্নিস নান্তান্দা ওয়ামালার মৃত্যুর ঘটনায় গত ৭ মার্চ তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি একটি নিষিদ্ধ উপাদান নাস্তার মধ্যে রাখেন। বার্নিস ও আরেকটি শিশু সেটি খায় এবং দুজনকেই দ্রুত হাসপাতালে নিতে হয়। কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতালে বার্নিসের মৃত্যু হয়। হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে অন্য শিশুটি সেরে ওঠে। খাবারে বিষক্রিয়া থেকেই তিন বছর বয়সী শিশু বার্নিস নান্তান্দা ওয়ামালার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর মেয়ের মৃত্যুর ন্যায়বিচার চেয়েছেন তার মা।

বার্নিসের মা মোরিন মিরেম্বে বলেন, আমার মেয়ের ন্যায় বিচার আমার একমাত্র চাওয়া।

- Advertisement -

মার্চের শুরুর দিকে মিরেম্বে জানিয়েছিলেন, স্কারবোরোতে তাদের অ্যাপার্টমেন্টেরই আরেকটি ইউনিটে বন্ধুর ফ্ল্যাটে ছিল তার মেয়ে। এরপর বন্ধুর মায়ের ফোন পেয়ে জানতে পারেন যে, নাস্তার পর বার্নিস বমি করছে। উপরের উঠে বার্নিসকে একটি চেয়ারে শুয়ে থাকতে দেখেন। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং তার মুখ ধূসর হয়ে গিয়েছিল। রক্ত সঞ্চালন হচ্ছে কিনা তা বুঝতে তার মধ্যম আঙুল চেপে দেখি। কিন্তু রক্ত সঞ্চালন হচ্ছিল না। বার্নিসের বন্ধুর মা ৯১১ এ ফোন করেছিলেন। কিন্তু অপারেটর টেলিহেলথ অন্টারিওর নার্সকে ধরিয়ে দেন এবং বার্নিসকে কাছাকাছি কোনো হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। এরপর বার্নিসকে মাইকেল গ্যারোন হাসপাতালে এনে অক্সিজেন দেওয়া হয়। নানা চেষ্টার পর তৃতীয় জন্মদিনের ঠিক এক সপ্তাহ পর মারা যায় বার্নিস।

- Advertisement -

Related Articles

Latest Articles