9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

কানাডার করোনা পরিস্থিতি

কানাডার করোনা পরিস্থিতি
কানাডার করোনা পরিস্থিতি

গত ১৪ই এপ্রিল কানাডায় করোনা আক্রান্ত নুতন রোগী ছিল ৮৫৯৯। আর গতকাল ১৭ই জুন তা নেমে এসেছে ১০৯৭তে। টরন্টো শহরে সবচেয়ে খারাপ অবস্হা ছিল, এখন মোটামুটি দৈনিক ৫০/৬০ এ নেমে এসেছে। আর আমেরিকার অবস্হা আগের চেয়ে অনেক ভাল, অনেক কিছুই খুলে দেয়া হয়েছে।

এরকম একটা পরিস্হিতিতেও গতকাল কানাডার প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডো ঘোষনা দিয়েছে কানাডা আমেরিকার বর্ডার আরো এক মাস বন্ধ থাকবে। শুধুমাত্র যারা দুই ডোজ টিকা নিয়েছে তাঁরাই হয়তো অদুর ভবিষ্যতে চলাচল করতে পারবে। আপনারা জানেন কানাডার সাথে আমেরিকার বর্ডারের পরিসর হলো ৮৮৯১ কিলোমিটার। বিশাল এলাকা জুড়ে।

- Advertisement -

বাংলাদেশের সাথে ভারতের বর্ডার ৪০৯৬ কিলোমিটার বিস্তৃত। অর্থাৎ অর্ধেক। তাও আপনারা সামাল দিতে পারছেন না। আপনাদের লোকবল বেশী। ভারতীয় করোনায় দেশ ভরে যাচ্ছে বলে পত্রিকায় প্রকাশ হয়েছে। সীমান্ত এলাকাগুলোর অবস্হা আরো খারাপ। নাই টিকা, নাই যথাযথ স্বাস্হ্যবিধি পালন। আপনাদের খবরের হেডলাইন এখনো করোনা না হয়ে ত্ব-হা, পরীমনি কেন? এর পরের এপিসোডই বা কি? পরিস্হিতি আরো ভয়াবহ হলে সামাল দিতে পারবেন তো? নগর পুড়লে দেবালয় রক্ষা পাবে তো?

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles