1.6 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সোশ্যাল মিডিয়ার সর্বজ্ঞানী উৎসুক পরামর্শক

সোশ্যাল মিডিয়ার সর্বজ্ঞানী উৎসুক পরামর্শক
ঠাস ঠাস করে জাজ করার বা সলুশন দেওয়ার আগে একটু ভেবে দেখুন

ইদানিং আমাদের এখানকার (কানাডার) কিছু ফেসবুক গ্রূপে নাম অথবা বেনামে কিছু মানুষ তার ব্যক্তিগত সমস্যার কথা ব্যক্ত করেন, বিশেষ করে তাদের দাম্পত্য সমস্যা বা তাদের ডিসএগ্রিমেন্টের কথাবার্তা। তারা কি কোনো প্রফেশনাল সাপোর্ট নেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে তাদের মনের শান্তির জন্য পোস্ট দেন, না কি না নিয়ে দেন সেটা জানা যায় না। তবে তারা ওই জাতীয় পোস্ট অবশ্যই দিতে পারেন, সে বিষয়ে কোনো সমস্যা নেই এবং সে বিষয়ে আমি কিছু বলছি না।

আমি বলছি বিশেষ কিছু কমেন্টদাতাদের কথা, যাদের কথাবার্তায় মনে হয় তারা যেন সকল কাজের কাজী, সব বিষয়ে তাদের জ্ঞান দেওয়ার বা কাউন্সেলিং করার দক্ষতা আছে। এবং অধিকাংশ ক্ষেত্রেই এই কমেন্টগুলি উনারা করে থাকেন শুধু মাত্র একজন ব্যক্তির বক্তব্যের উপর ভিত্তি করে। উনারা ধরেই নেন যে ওই বেক্তির বক্তব্যই সব, যাকে নিয়ে কথা বলছেন তার অর্থ্যাৎ ওপর পক্ষের বক্তব্যের কোনো প্রয়োজন মনে করেন না। উনারা কি একবারও ভাবেন যে, শুধু মাত্র এক পক্ষের বক্তব্য যদি সঠিক না হয় তাহলে উনাদের কমেন্ট বা পরামর্শ ওই পরিবারের বা ওই মানুষগুলির ক্ষতির কারণ হতে পারে। হতে পারে, উনারা হয়তো নিজের অজান্তে নীতিবাচক কোনো কাজের সহায়তা করছেন !!

- Advertisement -

তাই তাদের প্রতি অনুরোধ, ওই রকম ঠাস ঠাস করে জাজ করার বা সলুশন দেওয়ার আগে একটু ভেবে দেখুন !!!!

- Advertisement -

Related Articles

Latest Articles