1.6 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

অন্টারিওতে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে

অন্টারিওতে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে
ছবি সিবিসি নিউজের সৌজন্যে

অন্টারিওতে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছে প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বলেছেন, সতর্কতার কারণেই এর হার কমেছে। চলতি সপ্তাহের সোম ও মঙ্গলবার নতুন করে এক হাজারেরও কম ব্যক্তির মাঝে করোনা জীবাণুর সংক্রমণ ঘটেছে। মঙ্গলবার তারা একত্রে এই সংখ্যা ১,৮৬৮ বলে জানান, যার মাঝে সোমবার ৯৬৪ জন এবং মঙ্গলবার ৯০৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।

গত সপ্তাহে সম্পন্ন হওয়া ২৭ হাজার টেস্টের হিসেবে অন্টারিও স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় প্রদেশে এখন করোনা সংক্রমণের হার ৩ দশমিক ৩ শতাংশ। এতে গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন প্রদেশে করোনা সংক্রমণ ঘটেছে ১,০৩৮ জন, যা গত সপ্তাহে ছিল ১,৩৬৭ জন। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গত দুই দিনে অবশ্য মৃত্যু সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে, যাদের মাঝে ৬ জন দীর্ঘ মেয়াদী পরিচর্যা নিবাসে মারা গেছেন। ফলে এ পর্যন্ত অন্টারিও প্রদেশে করোনা আক্রান্ত মোট মৃত্যু সংখ্যা ৬,৭১৯ জন।

- Advertisement -

Related Articles

Latest Articles