: ৩০ ডিসেম্বর ২০২০ | দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক |
যুক্তরাজ্য থেকে কানাডায় ফেরা এক ব্যাক্তি যুক্তরাজ্যে ছড়িয়ে পরা নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি গেলো ১১ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে কুইবেকে ফিরেছেন এবং ১৩ ডিসেম্বর তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানায়। এরপর আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য আরো কঠোর বিধি প্রয়োগে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান ডুবে। এর আগে ব্রিটেন থেকে কানাডায় ফেরা দুইজনের শরীরে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, ব্রিটেনে করোনা স্ট্রেন না কমায় ৬ জানুয়ারি পর্যন্ত ব্রিটেন থেকে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত থাকবে।
উল্লেখ্য, কানাডায় এ বছরের মার্চ মাসে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় কলম্বিয়ায়। ভাইরাসটি শনাক্ত হওয়ার পর থেকেই দেশটির সরকার নাগরিকদের জনস্বাস্থ্যর গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করে।