: ১৯ ডিসেম্বর ২০২০ | দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক |
টরন্টোর সিটির সহযোগিতায় ডেনটোনিয়া পার্কে নির্মাণাধিন শহীদ মিনারের কাজ প্রায় শেষ পর্যায়ে। অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট এর উদ্যোগে টরন্টোর সিটির সহযোগিতায় ডেনটোনিয়া পার্কে নির্মিত হচ্ছে এ স্থায়ী শহীদ মিনার বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সৌধ। গত ৭ নভেম্বর শনিবার সকালে টরন্টোর সিটি মেয়র জন টরি নির্মাণ কাজের উদ্বোধন করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট ।
উল্লেখ্য যে, অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার লেংগুয়েজ মনুমেন্ট ইনক্ গত বছরের ২২ সেপ্টেম্বব টরন্টোর কেনেডি কনভেনশন সেন্টারে ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করে। সেই আয়োজনে তিনশত পঞ্চাশ জন অতিথি একশত টাকার টিকেট কিনে টরন্টো ইন্টারন্যাশনাল মাদার লেংগুয়েজ মনুমেন্ট নির্মানের জন্য অংশীদার হন। পাশাপাশি কমিউনিটির বিশিষ্টজনেরা প্রায় ১ লক্ষ ২৩ হাজার ডলার অনুদানের প্রতিশ্রুতি দেন।