: ৭ ডিসেম্বর ২০২০ | দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক |
টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে জেমকন খুলনার হয়ে খেলবেন মাশরাফী বিন মর্ত্তজা। বিপ টেস্টে উতড়ে যাবার পরই বিসিবিতে অফিসিয়ালি লটারির ব্যাবস্থা করা হয় । সেখানে খুলনার ভাগ্যই ওঠে মাশরাফীর নাম। এর আগে মাশরাফিকে দলে পেতে বিসিবির কাছে আপিল করেছিলো খুলনা।
মাশরাফীকে পেতে ঢাকা ছাড়া আর সবগুলো দলই বিসিবির কাছে লিখিত আপিল করেছিলেন। সব কিছু ঠিক থাকলে আগামী ম্যাচে খুলনার হয়ে মাঠে দেখা যাবে মাশরাফীকে।
এর আগে বিসিবি থেকে বলা হয়েছিলো ইনজুরি থেকে ফেরার পর মাশরাফিকে যদি একাধিক দল নিতে চায় তবে লটারির মাধ্যমে নির্ধারন করা হবে মাশফী কোন দলে খেলবেন।