: ৬ ডিসেম্বর ২০২০ | দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক |
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরে সরাসরি অংশ নিয়েছে দুই ব্যক্তি। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভির ফুটেজে এ ঘটনা ধরা পড়েছে। এতে দেখা গেছে, রাত ২টার পর দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে এসে মই বেয়ে ওপরে ওঠে। এরপর তারা ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভেঙে চলে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর শহরের কয়েকটি সড়কের সিসিটিভির ফুটেজ উদ্ধার করা হয়েছে। এগুলো বিশ্লেষণে দুর্বৃত্তদের শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ভালো খবর আছে। তবে সেটা পরে জানানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে যা যা করা প্রয়োজন, সব করছে পুলিশ। সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।
কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।