: ১ ডিসেম্বর ২০২০ | দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক |
আগামী ২২ থেকে ২৮ মার্চের মধ্যে ইভেন্টটি স্টকহোমে অনুষ্ঠিত হতে পারে সুইডিশ 'ওয়ার্ল্ড ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ'। এ সময় যদি করোনা মহামারী থেকেই যায় তাহলে তাতে কানাডার অংশগ্রহণের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন স্কেট কানাডা’র হাই পারফরম্যান্স ডিরেক্টর মাইক স্লিপচুক। তিনি বলেন, ওয়ার্ল্ড ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয়াটা পরিস্থিতির উপর নির্ভর করছে। টরন্টোর মতো করোনা হটস্পট এলাকায় রিঙ্কগুলো বন্ধ রয়েছে। সুতরাং, প্লেয়ারদের পক্ষে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া খুব কঠিন হয়ে পড়েছে। আর কানাডার আইন অনুযায়ি, কেউ দেশে ফিরলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। অ্যাথলেটরা যদি দুই সপ্তাহের প্রশিক্ষণ মিস করে তবে তারা কতটা প্রস্তুত হতে পারে? এটি কি বাস্তবসম্মত?