: ২৩ নভেম্বর ২০২০ | দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক |
প্রায় ১০০ বছর আগে চুরি গিয়েছিল। বারাণসীর একটি মন্দিরের দেবী অন্নপূর্ণার প্রাচীন মূর্তি পৌঁছে গিয়েছিল কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে। সেই মূর্তি এবার ভারতকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ‘ঐতিহাসিক ভুল’ সংশোধন করে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে মূর্তিটি ভারতে ফেরানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছে কানাডা সরকার।
কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘১৯৩৬ সাল থেকে ম্যাকেঞ্জি আর্ট গ্যালারিতেই ছিল মূর্তিটি। যাঁর নামে এই গ্যালারি, সেই নর্ম্যান ম্যাকেঞ্জি এই মূর্তিটি নিয়ে এসেছিলেন। এই আর্ট গ্যালারিতে নিজের শিল্পকর্মের প্রদর্শনীর প্রস্তুতি খতিয়ে দেখতে এসে শিল্পী দিব্যা মেহরার চোখে পড়ে ওই প্রাচীন মূর্তিটি। জানান, ১০০ বছরেরও বেশি সময় আগে মূর্তিটি চুরি গিয়েছিল। তারপরেই মূর্তিটি ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’