: ২৩ নভেম্বর ২০২০ | দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক |
‘হকি কানাডা’র পরিচালনা পর্ষদে তিনজন নারী সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত আন্ড্রেয়া স্কিনার, লিন স্ট্যান্ড্রিক এবং মেরি অ্যান ভেরোবা তিনজনই অভিজ্ঞ হকি খেলোয়ার বলে জানায় সংস্থাটি। ‘করনেল ইউনিভার্সিটি’র নারী হকি দলের সাবেক অধিনায়ক স্কিনার কানাডায় ইউনিভার্সিটি পর্যায়ে রিফড এবং কোচিং করাতেন। ভেরোবা ৭ বছরেরও বেশি সময় ধরে সাসকাচোয়ান হকি অ্যাসোসিয়েশনে সভাপতির দায়িত্ব পালন করেছেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে হকির সঙ্গে জড়িত তিনি। অপরদিকে, ট্যান্ড্রিইক, কানাডার স্পোর্ট বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের অ্যাডভোকেট হিসেবে কাজ করতেন।