: ২৩ নভেম্বর ২০২০ | দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক |
কানাডার আলবার্টা প্রদেশে নতুন মহামারি রেকর্ড তৈরি হওয়ার সাথে সাথে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। হ্যালোইনের একদিন আগে আলবার্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। গত শনিবার ১ হাজার ২৬ জন নতুন করে শনাক্তসহ প্রদেশটিতে তিনটি নতুন মৃত্যুর খবর পাওয়া গেছে, যা মোট মূত্যর সংখ্যা ৪০১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ২৫৬ জন হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছে ৫৪ জন। প্রদেশে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা দুটোই বাড়তে থাকায় আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি সতর্ক করে বলেন, জনস্বাস্থ্যের সুপারিশ মেনে না চললে আরো কঠোর বিধিনিষেধ প্রয়োগ করা হবে। একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান, মহামারি মোকাবিলায় তারা 'শিক্ষা এবং ব্যক্তিগত দায়বদ্ধতার' প্রতি মনোনিবেশ করেছেন।