: ২৩ নভেম্বর ২০২০ | দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক |
কানাডায় সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ দেয়া সত্বেও করোনা ভাইরাস কোনোভাবেই নিয়ন্ত্রণে না আসায় বেশ উৎকন্ঠায় রয়েছে সরকার। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতিমধ্যেই এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রদেশের প্রিমিয়ার দের উদ্দেশ্যে বলেছেন জনস্বাস্থ্য রক্ষায় এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জনস্বাস্থ্যের কথা চিন্তা করে প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথাও তিনি বলেছেন। সম্প্রতি তিনি কানাডিয়ানদের আর মাত্র কয়েক মাস অপেক্ষার অনুরোধ জানিয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের মাধ্যমে আগামী বসন্তে মহামারির অবসান হবে বলেও আশ্বস্ত করেছেন। দি মাইক ফারওয়েল শো-তে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রুডো বলেন, কানাডিয়ানদের কেবল ধৈর্য ধারণ করা দরকার। এটি চিরদিনের জন্য নয়, কেবল মাত্র কয়েক মাসের জন্য। আমরা আমাদের প্রিয়জনদের নিরাপদ রাখতে এবং আমাদের ফ্রন্ট-লাইনের কর্মীদের আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচাতে এবং আমাদের হাসপাতালে যাতে অতিরিক্ত রোগীতে পরিপূর্ণ না হয় সেজন্য আমাদের যা করা দরকার আমরা তা করতে হবে।
কানাডিয়ানদের শীতকালের বিষয়ে সতর্ক করে বলেন, এটি ‘ভয়াবহ এক শীতকাল’।