9.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

আবারও বাড়ল স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ

আবারও বাড়ল স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ - the Bengali Times
ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারের অস্থিতিশীল অবস্থায় আবারও দাম বাড়ল স্বর্ণের। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার (৯ মার্চ) থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর হবে। তাতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার তৈরিতে লাগবে ৭৯ হাজার ৩১৫ টাকা। এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার (৮ মার্চ) রাতে স্বর্ণের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত জানিয়েছে। এরআগে গত ৩ মার্চ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সব মিলিয়ে ৬ দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩১৫ টাকা। তবে রুপার দাম বাড়েনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা।

- Advertisement -

নতুন করে দাম বাড়ানোর কারণে বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭৯ হাজার ৩১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৭৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ৬৪ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৪ হাজার ৬৩ টাকায়।

আরও পড়ুন: ২০০ কেজি স্বর্ণে মুদ্রিত হচ্ছে আল-কোরআন

এ বিষয়ে জুয়েলার্স সমিতির সহসভাপতি দেওয়ান আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ইউক্রেনে রুশ হামলার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে। আজ মঙ্গলবার বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৫০ ডলারে পৌঁছে গেছে।

দেওয়ান আমিনুল ইসলাম আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে দাম বাড়ছে। তার প্রভাব দেশের বুলিয়ন মার্কেটে পড়েছে। পাকা স্বর্ণের দাম বেড়ে গেছে, সংকটও আছে। সে কারণেই দেশের বাজারে দাম বাড়ানো হয়েছে। তবে যে হারে বিশ্ববাজারে দাম বেড়েছে, তাতে দেশে দাম আরও বাড়তে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles