: ২০ জুন ২০২০ | দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক বাংলাদেশ অফিস |
রাজবাড়ী জেলার গোয়ালন্দ
উপজেলার দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ও গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ
সম্পাদক শামীম সেখ ও তার স্ত্রী লিপি আক্তারসহ ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সংবাদের সত্যতা নিশ্চিত
করেছেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। সাংবাদিক শামীম সেখ দৌলতদিয়া মডেল হাইস্কুলে
শিক্ষকতা করেন।
শনিবার মোট ২৩ জনের করোনার রিপোর্ট আসে। এর মধ্যে ৪ জনের পজিটিভ আসে। আক্রান্ত সবাইকে
বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সাংবাদিক শামীম সেখ বলেন,
গত ১২ জুন তিনি ও তার স্ত্রী লিপি আক্তারের শরীরে ব্যথাসহ করোনার উপসর্গ দেখা দিলে
দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে দেখাতে যান। চিকিৎসক তাদের নমুনা পরীক্ষার
পরামর্শ দিলে গত ১৫ জুন তিনি ও তার স্ত্রী উভয়ই করোনার নমুনা প্রদান করেন। শনিবার সন্ধ্যায়
তাদের উভয়ের করোনা পজটিভ রিপোর্ট আসে। তিনি ও তার স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।