: ১৩ জানুয়ারী ২০২০ | প্রেস বিজ্ঞপ্তি |
আমরা কানাডীয়ান বাংলাদেশী
(এসিবি) ও ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টার এর যৌথ উদ্যোগে গত ১১
জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হলো কানাডিয়ান-বাংলাদেশী কমিউনিটির ২০২০ এর প্রথম কিডস
এন্ড সিনিয়র'স ডে ইভেন্ট।
আইস রেইনের পূর্বাভাষ এবং
দিনভর বৃষ্টি উপেক্ষা করে কমিউনিটির সিনিয়র এবং শিশুরা একযোগে মেতে উঠেছিল
আনন্দমুখর মিলন মেলায়। এসিবি পরিবারের সাদুন ও জুনায়েদের পরিচালনায় অনুষ্ঠান শুরু
হয় শিশু নুসাইবার তিলাওয়াত এর মাধ্যমে। শিশুদের আনন্দময়য় ছবি আকাঁ প্রতিযোগিতায়
প্রথম ছয় জনের হাতে পুরস্কার তুলে দেয় ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটি
সেন্টার এর আফসানা চৌধুরী পক্ষ হতে আমরা কানাডীয়ান বাংলাদেশী (এসিবি)'র
রাউফুন আখন্দ শোভন। সিনিয়র তিন জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ওয়েস্ট স্কারবোরো
নেইবারহুড কমিউনিটি সেন্টার এর পক্ষ থেকে মিসেস জেরিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
স্কারবোরো সেন্টার এর এমপি সালমা জাহিদ। একই সাথে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথ
ওয়েষ্টের এমপিপি ডলি বেগম। স্কারবোর সাউথ ওয়েষ্টের এমপি, মন্ত্রি
বিল ব্লেয়ার শহরের বাইরে অবস্থানরত হবার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। তার অফিসের স্টাফরা এই আয়োজনে অংশ নেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে
অনুষ্ঠানে অংশগ্রহণ করা অতিথিদের জন্য মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে
ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টারের ভলেন্টিয়াররা এবং তাতে যোগ দেন
উপস্থিত আমরা কানাডীয়ান বাংলাদেশী (এসিবি)'র সদস্যবৃন্দ। শিশুদের ফেইস পেইন্টিং ছাড়াও অনুষ্ঠানে
সবার জন্য ছিল বিশেষ আকর্ষণ ম্যাজিক পর্ব। খাবার পরিবেশন অংশে এসিবি ও ওয়েস্ট
স্কারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টার এর পক্ষ হতে শিশুদের জন্য ছিল পিজা এবং
বড়দের জন্য মধ্যাহ্নভোজ।
অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের
পক্ষ থেকে অংশগ্রহনকারী ও দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন এসিবির
ড্যানিয়েল হাকিম। তিনি চলতি বছর এবং আগামী
দিনগুলোতে একই ধরনের একাধিক অনুষ্ঠান আয়োজন করার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানগুলোতে
কানাডিয়ান বাংলাদেশী কমিউনিটি পরিবারের সকল সদস্যদের অংশগ্রহণ করার সুযোগ থাকবে
বলে তিনি জানান। প্রেস বিজ্ঞপ্তি।