-0 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

খুনীর পক্ষে সাফাই

খুনীর পক্ষে সাফাই
এঁকেছেন শিশির ভট্টাচার্য

কারো কারো দেয়ালে দেখলাম আজ তাকে নিয়ে স্তুতি বন্দনা করতে। আসলে সুবিধাভোগী, চরিত্রহীন লোকেরা দুঃশ্চরিত্র, লম্পট, দুর্নীতিবাজ, মিথ্যুক, বেহায়া, খুনীর পক্ষে সাফাই গাইবে -এটাই স্বাভাবিক।

দৈহিক মৃত্যুতে তার সব অপকর্ম ঘুচে যাবে, তিনি মান্যবর হবেন, ক্ষমা পেয়ে যাবেন, এ ভাবনার সাথে একমত নই। হালুয়া রুটির স্বাদ পাওয়া মানুষগুলোর কাছে দেবতুল্য হলেও আমরা ভুক্তভুগিরা কখনোই ক্ষমা করবো না, ঘৃনাই করবো।

- Advertisement -

আমরা যারা তারুন্যের শুরুতে বুটেরতলায় নিপীড়িত হয়েছি, কারাগারের বন্দী থেকেছি, শিক্ষাজীবন বিপর্যস্ত হয়েছে, তাদের কাছে ঘৃণিত ব্যক্তিটি সারাজীবন কুখ্যাত স্বৈরাচার,দুঃশ্চরিত্র, লম্পট হিসেবে চিহ্ণিত হয়ে থাকবে।

তার মৃত্যুবার্ষিকীতে একদলা থু থু ও ঘৃণা।

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles