10.4 C
Toronto
মঙ্গলবার, মে ৭, ২০২৪

১২ বছর ধরে খেলছি, আমিও তো সিনিয়র : রুবেল

১২ বছর ধরে খেলছি, আমিও তো সিনিয়র : রুবেল - the Bengali Times
ক্রিকেটার রুবেল হোসেন পুরোনো ছবি

দীর্ঘ দিন ধরে জাতীয় দলের ছায়াতলে জায়গা হচ্ছে না পেসার রুবেল হোসেনের। এক সময় বাংলাদেশ দলের একমাত্র ভরসা হয়ে থাকলেও এখন জাতীয় দলের প্রতিযোগিতা ও বয়সের ভারে ঠিকঠাক জায়গা পাচ্ছেন না তিনি। তবে আসন্ন বিপিএলে তারকা বহুল ঢাকাতেই ডাক পেয়েছেন এই পেসার।

ঢাকা দলে রুবেল সতীর্থ হিসেবে পাচ্ছেন বাংলাদেশ দলের তিন তারকা ক্রিকেটারকে। এর মধ্যে একজন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, অন্যজন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আরও আছেন বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তারকা সম্মিলিত দলে নিজেকেও কম হিসেবে দেখছেন না রুবেল। আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের মতো পার করে আসা এই ক্রিকেটারের মতে, অন্যদের চেয়ে তিনিও কম নন।

- Advertisement -

আজ বুধবার মিরপুর শের-ই বাংলায় সাংবাদিকদের সঙ্গে নিজের ভাবনার কথা শেয়ার করেন তিনি। এ সময় তারকাবহুল ঢাকা দলে জায়গা পাওয়াতে কেমন বোধ হচ্ছে, এমন প্রশ্নে খানিকটা বিব্রত হয়ে রুবেল বলেন, ‘কেমন লাগবে? আমি জাতীয় দলে ১২ বছর ধরে খেলছি। আমার তো এমন লাগার কথা না। আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি।’ আগের আসরগুলোতে একই দলে তিনজন দেশি তারকা ক্রিকেটার দেখা না গেলেও এবার তার দেখা মিলেছে। এটাকে ইতিবাচক মনে করেন রুবেল।

তিনি বলেন, ‘সাধারণত তাদের (মাশরাফী, রিয়াদ, তামিম) এক দলে পাই না। তিনজন সিনিয়র ক্রিকেটার আছেন এটা ভালো লাগছে। আমরা একসাথে খেলব। দলের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে।’

বড় নামের ভারে দল ভারাক্রান্ত হবে কী না এমন প্রশ্নের জবাবে এই পেসার বলেন, ‘কথাটা এক হিসেবে ঠিক আছে। তবে আমরা অনেকদিন ধরেই একই ড্রেসিংরুম ভাগাভাগি করি। অনেকদিন ধরেই একসাথে আছি। মাশরাফী ভাই আছে, তামিম ভাই, রিয়াদ ভাই আছে। মনে হয় না খুব একটা সমস্যা হবে। ড্রেসিংরুমের পরিস্থিতি খুব ভালোই থাকবে। মাঠে সিদ্ধান্ত নিতে সহজ হবে।’

দল হিসেবে ভারসাম্যপূর্ণ ঢাকা। তবে অন্যরাও কম নয়। চ্যালেঞ্জ থাকবেই স্বীকার করে রুবেল আরো বলেন, ‘টি-টোয়েন্টিতে অনুমান করা খুব কঠিন। দুই ব্যাটার আর দুই-তিন বোলার ভালো করলেই দলের ফলাফল পক্ষে আসে। আমাদের অবশ্যই খুব ভালো দল হয়েছে। তবে সব দলই ভালো হয়েছে। কুমিল্লা, খুলনা এই দলগুলো ভারসাম্যপূর্ণ মনে হয়েছে। বরিশালও ভালো দল হয়েছে। টি-টোয়েন্টি ছোট ফরম্যাটের খেলা। দ্রুত পরিস্থিতি বদলে যায়। কাউকে এগিয়ে রাখতে পারবেন না।’

- Advertisement -

Related Articles

Latest Articles