14.6 C
Toronto
রবিবার, মে ২৫, ২০২৫

আটক আওয়ামী লীগ নেত্রীর ‘জয় বাংলা’ স্লোগান, জুতা নিক্ষেপ জনতার

আটক আওয়ামী লীগ নেত্রীর ‘জয় বাংলা’ স্লোগান, জুতা নিক্ষেপ জনতার - the Bengali Times
২৫ মেআওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশি সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার এক আওয়ামী লীগ নেত্রীকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত ওই নেত্রীর নাম রজনী আক্তার তুশি। পরে তাকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

এদিকে ওই নেত্রীকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, আটকের সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে তার ওপর জুতা নিক্ষেপ করতে দেখা যায় স্থানীয় জনতাকে।

- Advertisement -

গতকাল শনিবার রাতে তুশিকে আটক করেন পাইকপাড়া বড় কবরস্থান এলাকার বাসিন্দারা।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ।

তিনি বলেন, ‘শনিবার রাতে তুশিকে স্থানীয়রা আটক করে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি।প্রাথমিকভাবে জানা গেছে, রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী।তবে তার পদ-পদবির বিষয়ে কিছু জানতে পারিনি।’

ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, আটক করার সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন।এ সময় পরিস্থিতি শান্ত করতে তাদের কিছুটা বেগ পেতে হয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তুশিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় একটি বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে ওই নেত্রী বাসা ভাড়া নিয়েছিলেন বলে দাবি করেছে স্থানীয়রা।

এদিকে শনিবার রাতেই তুশিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

 

- Advertisement -

Related Articles

Latest Articles