
গাছের প্রাণ আছে, জীবন আছে। জগদীশচন্দ্র বসু তা প্রমাণ করে গেছেন। সেই সাথে বলতে হয়- গাছের আরো কিছু কিছু বাড়তি বোধ ও বুদ্ধি আছে। আফ্রিকায় এক প্রকার গাছ আছে, যা বুদ্ধিমান গাছ হিসেবে স্বীকৃত। এ্যাকাসিয়ার নামক এই গাছ বিপদ বা দুর্যোগের আগেই টের পায় এবং নানা পদ্ধতিতে পাখি-প্রাণী-পতঙ্গ এমন কি পাশেপাশের গাছগুলোকেও সতর্ক করে দেয়।
আফ্রিকা অঞ্চলের এ্যাকাসিয়া গাছ নিয়ে এই কবিতাটি। আপনাদের পাঠ প্রতিক্রিয়া জানাবেন।
বিশ্বের বুদ্ধিমান বোধিবৃক্ষ এ্যাকাসিয়ার কাছে গেলাম কবিতার জন্য
এ্যাকাসিয়ার গাছের শাখা কেটে নিয়েছে
সাহেল সাহারার বাদামচাষীদের কুড়াল!
শাখা তার সন্তানের মতো, কবিতার মতো
সন্তানের জন্য কাঁদে, স্পর্শকাতর জননীর মতো তার কান্নাকষ
এখনো বাষ্পীয় বাতাসে বাতাসে
গোত্রীয় আত্মীয় বাবলা গাছের পাঁচ পাপড়ির সুগন্ধিও তার সহোদর
পাখিরা ভালোবাসে ফল, আদিবাসীরা ভালোবাসে ফলের স্যুপ, ফুদ
আর পিঁপড়াদের ভালোবাসা ভালো বাসা!
বোধিবৃক্ষের শরীরে ষড়্রঋতুর বারোটি মন্ত্র
সফটওয়্যার টের পায় আবহাওয়া অফিসের মতো প্রকৃতির ভবিষ্যত
বাতাসে বাতাসে নির্গত করে ইথাইল
পাতাকে তেতো করে সতর্ক করে পিপিলিকা, হরিণ, জিরাফকে।
বিপদ বার্তা পৌঁছে দেয় প্রিয় প্রতিবেশিকে
‘শত্রু আসছে, সাবধান!
মেট্রিকুলাস বিপর্যয় আসছে, আসিতেছে…
টরন্টো, কানাডা