11.7 C
Toronto
শুক্রবার, মে ২৩, ২০২৫

ঐশ্বর্যর কানের ছবি ভাইরাল হতেই ফেসবুকে রহস্যময় পোস্ট অমিতাভের

ঐশ্বর্যর কানের ছবি ভাইরাল হতেই ফেসবুকে রহস্যময় পোস্ট অমিতাভের - the Bengali Times
কানে ঐশ্বর্যকে রেখে রীতিমতো মুগ্ধ ভক্তরা

শর্মিলা ঠাকুর থেকে শুরু করে জাহ্নবী কাপুর, এই বছর কান চলচ্চিত্র উৎসবে নিজেদের পোশাকের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছেন একাধিক তারকা। এবার সেই তালিকায় নাম লেখালেন ঐশ্বর্য রাই বচ্চন। দেশি লুকে ঐশ্বর্যকে দেখে মুগ্ধ হলেন সকলে।

কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে ঐশ্বর্য পরেছিলেন মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি সাদা রঙের বেনারসি, সঙ্গে ছিল এমেরাল্ড পিঙ্ক জুয়েলারি। শাড়ির সঙ্গে ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ ও ওড়না। তবে গোটা সাজে সব থেকে বেশি নজর কেড়েছে ঐশ্বর্যের সিঁথিভর্তি সিঁদুর।

- Advertisement -

পরনে বেনারসি, সিঁথি ভর্তি সিঁদুর, সবমিলিয়ে ঐশ্বর্যের সাজকে রেখার সাজের সঙ্গে তুলনা করেছেন অনেকে। চিরকাল যে কোনও অনুষ্ঠানে রেখাকে দেখা গিয়েছে ভারী কাঞ্জিভরম শাড়ি এবং সিঁথি ভর্তি লাল সিঁদুর পরে থাকতে। ঠিক একইরকম সাজে নিজেকে সাজিয়েছিলেন বিশ্বসুন্দরী। অন্যদিকে রেখার সঙ্গে ঐশ্বর্যের গভীর বন্ধুত্বের কথাও কারও অজানা নয়। তবে কী লাল গালিচায় ঐশ্বর্যের সাজে লুকিয়ে রয়েছে রেখার অনুপ্রেরণা?

রেখা এবং ঐশ্বর্যের মধ্যে মিল খুঁজতে যখন সকলে ব্যস্ত, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় আবার একটি নতুন পোস্ট করলেন অমিতাভ বচ্চন। কান চলচ্চিত্র উৎসবে বৌমার সাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই একটি নতুন পোস্ট করেন বিগ বি।

ঐশ্বর্যের সাজ দেখার কিছু সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করতে দেখা যায় অমিতাভকে। যদিও ঐশ্বর্যকে নিয়ে তিনি কিছুই লেখেন নি। বিগত বেশ কয়েক দিনের মতোই আবার একটি সংখ্যা লিখে পোস্ট করেছেন তিনি। এই রহস্যময় সংখ্যাগুলির মানে কি? কেনই বা এই সংখ্যাগুলি পোস্ট করছেন তিনি, সেটা এখনও অজানা।

তবে বিগত কয়েক মাস ধরে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের মধ্যে ডিভোর্সের যে জল্পনা কল্পনা চলছিল, সেটা থামাতেই ঐশ্বর্যের এমন ভাবনা বলে মনে করছেন অনেকে। তবে কারণ যাই হোক না কেন, সাদা বেনারসির সাজে ঐশ্বর্যকে কোনও রানীর থেকে কম লাগছিল না।

 

- Advertisement -

Related Articles

Latest Articles