7.9 C
Toronto
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

অনলাইন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলেন নিজের স্ত্রী

অনলাইন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলেন নিজের স্ত্রী - the Bengali Times
প্রতীকী ছবি

অনলাইনে গড়ে ওঠা প্রেমের সম্পর্কে দেখা করতে গিয়ে এক যুবক এমন এক পরিস্থিতির মুখোমুখি হলেন, যা সিনেমাকেও হার মানায়। প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে তিনি দেখলেন- সেই ‘প্রেমিকা’ আর কেউ নন, স্বয়ং তাঁর স্ত্রী!

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রের মাধোগঞ্জ এলাকায়। জানা গেছে, স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ওই যুবকের কয়েক বছর আগে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে থাকে।

- Advertisement -

স্ত্রীর অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে স্বামীর আচরণে পরিবর্তন আসতে থাকে। তিনি সবসময় নিজের মোবাইল ঘাঁটতেন, ফোন কাউকে ছুঁতে দিতেন না, গভীর রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ চালাতেন। এ সব কিছু মিলিয়ে স্ত্রীর মনে সন্দেহ দানা বাঁধে।

সন্দেহ দূর করতে এক অভিনব পরিকল্পনা করেন স্ত্রী। তিনি একটি ভুয়ো প্রোফাইল খুলে অপরিচিত নারীর ছদ্মবেশে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে মেসেজ করা শুরু করেন। স্বামীও সেই ‘টোপ’ গিলে ফেলেন।

কিছুদিনের কথোপকথনের পর সেই ‘অনলাইন প্রেমিকা’-কে প্রেম নিবেদন করেন যুবক। শেষে একটি রেস্তরাঁয় দেখা করার পরিকল্পনা করেন। কিন্তু দেখা করতে গিয়ে তিনি স্ত্রীর মুখোমুখি হন! স্ত্রীর রূপে প্রেমিকাকে দেখে হতভম্ব হয়ে যান তিনি- “এ তো আমার বউ!”

এরপর ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা গড়ায় স্থানীয় থানায়। তবে শেষ পর্যন্ত পুলিশের মধ্যস্থতায় দু’পক্ষই আইনি পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে গেছে। কেউ বলছেন, ‘স্ত্রীর চালাকিতে পরিণতি পেল সত্য’, আবার কেউ মন্তব্য করছেন, ‘বিশ্বাস হারালে সম্পর্ক এমন জায়গায় গড়ায়’।

- Advertisement -

Related Articles

Latest Articles