
একটি হাসপাতালে কর্মরত নার্সরা অন্তঃসত্ত্বা হন। সুস্থ সন্তান জন্ম দিয়ে আবার কাজে ফিরে আসেন। অনেকেই আবার নিজের কর্মক্ষেত্র হাসপাতালেই সন্তান জন্ম নেওয়ার সিদ্ধান্ত নেন। সবই খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু আমেরিকার হাসপাতালে যা ঘটল তাতে অবাক সকলে। একই সঙ্গে হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স অন্তঃসত্ত্বা। হ্যাঁ! ঠিকই পড়েছেন এক, দুই নয় একসঙ্গে ১৪ জন গর্ভবতী। এমনকী তাঁদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি। এই অবাক করা অলৌলিক ঘটনায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘটনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতাল। এই হাসপাতালটি বাচ্চাদের চিকিৎসার উন্নত পরিষেবার জন্য খুবই পরিচিত। প্রায় প্রতিদিনই কোনও কোনও মহিলা সন্তান প্রসব করেন। তাঁদের নবজাতকদের দেখভাল করেন নার্সরা। এবার সেই নার্সদের ১৪ জন একসঙ্গে অন্তঃসত্ত্বা।
একথা জানিয়ে হাসপাতালের এককর্তা বলেন, “এই ঘটনা আমাদের সবার জন্য অবিশ্বাস্য! যেন একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। এখানে অনেকে রয়েছেন যাঁরা প্রথমবারের জন্য মাতৃত্বের স্বাদ পাবেন। আমাদের অন্যান্য নার্সরা তাঁদের জন্য উত্তেজিত।” তিনি আরও বলেন, “আমাদের হাসপাতালে নার্সদের মধ্যে সম্পর্ক খুব ভালো। আমি খুব খুশি এঁরা সকলেই একই সময়ে সম-অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে। এই সময়কালে একে অপরকে কাছে পাবে।”
সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেন নেট নাগরিকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে! অনেকে আবার মজাও করছেন। এক নাগরিক লেখেন, ‘গর্ভবতী মায়েরা একই সঙ্গে এই পরিকল্পনা করেছিলেন, যাতে একসঙ্গে ছুটি কাটাতে পারেন।’ আরেক জন লিখেছেন, সত্যি! অলৌলিক ঘটনা।’ অন্য এক ব্যবহারকারী লেখেন, ‘একসঙ্গে ১৪টি বাচ্চা প্রসবের পর হাসপাতালটি খুব ব্যস্ত হয়ে উঠবে।’