20 C
Toronto
শনিবার, মে ১৭, ২০২৫

বিয়ের আসরে সরকারি কর্মকর্তার ৫০ লাখ টাকা যৌতুক দাবি, আটক বর

বিয়ের আসরে সরকারি কর্মকর্তার ৫০ লাখ টাকা যৌতুক দাবি, আটক বর - the Bengali Times
সংগৃহীত ছবি

নোয়াখালীতে বিয়ের আসরে এসে ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ উঠেছে বর সরকারি ওষুধ প্রশাসনের জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জিসানের বিরুদ্ধে।

শুক্রবার (১৬ মে) দুপুরে জেলা শহরের মেহেরার ডাইন নামের একটি রেস্টুরেন্টে ওই বিয়ে হওয়ার কথা ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বর ও কনে পক্ষের আত্মীয়-স্বজনদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছে। পরে খবর পয়ে সুধারাম থানার পুলিশ বরকে আটক করে।

- Advertisement -

কনের মামা মো. হিরণ জানান, প্রায় এক মাস আগে থেকে ফেনীর দাগনভূঁইয়া এলাকার বাসিন্দা ও নোয়াখালী জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জিসানের সঙ্গে তার ভাগ্নির বিয়ের কথাবার্তা শুরু হয়। গত শুক্রবার দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের দিন ধার্য করা হয়। ধার্য তারিখ অনুযায়ী আজ শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। বরকে বৃহস্পতিবার প্রায় এক লাখ টাকার উপহার সামগ্রীও দেওয়া হয়। বরের পরিবারের লোকজন কনের গায়ে হলুদ অনুষ্ঠান করেন।

হিরণ অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে বর জিসান তার বোনের মোবাইল ফোনে ফোন করে জানান, তাকে ৫০ লাখ টাকা দিতে হবে, না হয় তিনি বিয়ে করতে আসবেন না। এ কথা শুনে তার বোন ভেঙে পড়েন। তখন তারা অনুরোধ করে জিসানকে বলেন অনুষ্ঠানে আসার জন্য, এলে বিষয়টি নিয়ে আলোচনা হবে। দুপুর আড়াইটার দিকে বর জিসান আত্মীয়-স্বজনদের নিয়ে মেহেরান ডাইন রেষ্টুরেন্টে উপস্থিত হন। তখন বিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে বরের সঙ্গের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তাদের নারীসহ তিনজন আহত হয়।

বর জিসানের ভগ্নিপতি শাহীন চৌধুরী, কনের পরিবার ৫০ লাখ টাকা যৌতুক দাবি করার যে অভিযাগ করছে তা মিথ্যা। কনের মায়ের একটি আপত্তিকর ছবি বর ফোনে পেয়ে সেটি নিয়ে আলোচনা করতে চেয়েছিল। এ নিয়ে কনের পরিবার বর ও বরের স্বজনদের ওপর হামলা চালায়। এতে তাদের কয়েকজন আহত হয়। হামলার সময় বরের মোবাইলফোনসহ তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে হামলাকারীরা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, বিয়ে নিয়ে গন্ডগোলের জের ধরে বরকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ বরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles