17.1 C
Toronto
শনিবার, মে ১৭, ২০২৫

গুয়েল্ফ এর দিনকাল

গুয়েল্ফ এর দিনকাল - the Bengali Times
প্রবাসে ছোট শহরগুলোর সাংস্কৃতিক আয়োজনে সেলিব্রেটি শিল্পীদের আনাগোনা থাকে না সীমিত সামর্থে তার ব‍্যবস্থা করা সম্ভবও নয়

প্রবাসে ছোট শহরগুলোর সাংস্কৃতিক আয়োজনে সেলিব্রেটি শিল্পীদের আনাগোনা থাকে না, সীমিত সামর্থে তার ব‍্যবস্থা করা সম্ভবও নয়। এর জন‍্য নির্ভর করতে হয় স্থানীয় শিল্পীদের উপর। বাংলাদেশ এসোসিয়েশন অব গুয়েল্ফ স্থানীয় শিল্পীদের দ্বারাই নববর্ষের আয়োজন শুধু সফল ছিলো না, তা ছিলো নানা দিক দিয়েই চিত্তাকর্ষক।

অনুষ্ঠান আয়োজনে এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মাহমুদা আনোয়ার রুমুর “ট্যালেন্ট হান্ট” প্রোগ্রামের আবিষ্কার রুপন্তি। Murtafia Islam Rupontee নামের এই মেয়েটি ইন্টারন‍্যাশন‍্যলা স্টুডেন্ট হিসেবে আন্ডারগ্রেড করছে গুয়েল্ফ ইউনিভার্সিটিতে পাশাপাশি চাকুরি করছে স্কোশিয়া ব‍্যাংক এ। নববর্ষ উদযাপন অনুষ্ঠানে শাহ আব্দুল করিমের বিখ্যাত গান “বন্দে মায়া লাগাইছে” এমন করে গাইলে যে হলভর্তি দর্শকদের নাচিয়ে ছাড়লো।

- Advertisement -

গুয়েল্ফ এর দিনকাল - the Bengali Times

চারা

ঐতিহ্যগতভাবে কানাডার লোকজন ক্ষেতে সবজির চারা রোপন করে মে লং উইকএন্ডের পরে। এবারের লং উইকএন্ড ১৯ মে। সে হিসেব করে আঙিনার কৃষির চারা বিতরণ কর্মসূচির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ মে রবিবার। দেশি সবজির চারা নিয়ে গিয়ে পরের দিন সরাসরি তা বেডে রোপন করতে পারবেন।

আমরা আশা করছি আঙিনার কৃষির এই চারা বিতরণ উৎসবে আমরা বরণ করে নিতে পারবো আমাদের নতুন ফেডারেল পার্লামেন্ট সদস‍্য ডমিনিক ওরুখকে, সাথে বরাবরের মতোই থাকবেন প্রভিন্সিয়াল পার্লামেন্ট সদস‍্য মাইক সেরনিয়ার। থাকবেন আরও অনেক গণ‍্যমান‍্য ব‍্যক্তি।

আঙিনার কৃষি

আঙিনার কৃষির চারা বিতরণ কর্মসূচি ১৮ মে রবিবার। ইতিমধ্যে গুয়েল্ফের নবনির্বাচিত পার্লামেন্ট সদস‍্য ডমিনিক অরুখ এবং প্রাদেশিক পার্লামেন্ট সদস‍্য মাইক স্রাইনার অনুষ্ঠানে উপস্থিত থেকে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এবার দেশি সবজির দেড় সহস্রাধিক চারা গুয়েল্ফ এবং আশেপাশের শহরগুলির বাঙালি কমিউনিটির সদস‍্যদের মাঝে বিতরণ করা হবে।

আঙিনার কৃষি কর্পোরেশন কানাডার নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। উৎপাদন খরচের অনুপাতে এসব চারা গ্রীণ হাউজে তৈরি করে তা নামমাত্র মুল‍্যে বিতরণ করা হয়।

আঙিনার কৃষির কার্যক্রম ইতিমধ্যে কানাডার মুলধারার সংস্কৃতিতে আলাদা স্থান করে নিয়েছে।

 

গুয়েল্ফ, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles