17.1 C
Toronto
শনিবার, মে ১৭, ২০২৫

১৪ হাজার গাড়ি প্রত্যাহার করছে ফোর্ড

১৪ হাজার গাড়ি প্রত্যাহার করছে ফোর্ড - the Bengali Times
ব্রেক ফ্লুইড লিকের কারণে প্রায় ১৪ হাজার ফোর্ড ও লিঙ্কন গাড়ি প্রত্যাহার করা হচ্ছে

ব্রেক-ফ্লুইড লিকের কারণে প্রায় ১৪ হাজার ফোর্ড ও লিঙ্কন গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। ট্রান্সপোর্ট কানাডা বৃহস্পতিবার এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।

যেসব গাড়ি প্রত্যাহারের আওতায় আছে সেগুলো হলো ২০১৭ ফোর্ড এফ-১৫০, ২০১৭ ও ২০১৮ ফোর্ড এক্সপিডিশন এবং ২০১৭ ও ২০১৮ লিঙ্কন নেভিগেটর। বিশেষ করে প্রত্যাহার করা এসব গাড়িতে ৩.৫ এল ইকোবুস্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

- Advertisement -

গাড়িগুলো প্রত্যাহার করা হচ্ছে ব্রেক সংক্রান্ত সমস্যার কারণে। নোটিশ অনুযায়ী, প্রত্যাহার করা গাড়িগুলো মাস্টার সিলিন্ডার ও বুস্টারের মধ্যকার ব্রেক ফ্লুইড লিক হতে পারে। এর ফলে ব্রেকের কার্যকারিতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হতে পারে।

এমনটা হলে গাড়ির কাছ থেকেই মালিকরা এ সংক্রান্ত সতর্ক বার্তা পাবেন। সেই সঙ্গে লাল রংয়ের ব্রেক নির্দেশক প্রদর্শিথ হবে।

ট্রান্সপোর্ট কানাডা বলেছে, ফোর্ড এ ব্যাপারে মালিকদের মেইলের মাধ্যমে অবহিত করবে এবং পরীক্ষা ও যন্ত্রাংশ পরিবর্তনের জন্য তাদের গাড়ি ডিলারশিপের কাছে নেওয়ার পরামর্শ দেবে। এ ছাড়া এসব গাড়ির মালিকরা ১-৮০০-৫৬৫-৩৬৭৩ নাম্বারে ফোন করেও ফোর্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এ মাসের গোড়ার দিকে একই ধরনের প্রত্যাহারের নোটিশ ইস্যু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিেিস্ট্রশন। ১ লাখ ২৩ হাজার ৬১১টি এফ-১৫০, এক্সপিডিশন ও নেভিগেটরকে তারা প্রত্যাহারের তালিকায় রেখেছে। এক্ষেত্রেও কারণ ব্রেক ফ্লুইড লিকের ঝুঁকি।

- Advertisement -

Related Articles

Latest Articles