26.1 C
Toronto
শুক্রবার, মে ১৬, ২০২৫

যে কারণে ইসলাম গ্রহণ করে অভিনয় ছেড়ে দেন দীপিকা

যে কারণে ইসলাম গ্রহণ করে অভিনয় ছেড়ে দেন দীপিকা - the Bengali Times
অভিনেত্রী দীপিকা কক্কর

টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর তার নিজের উপায়ে সত্যিই একজন অনুপ্রেরণা। তিনি তার নিজের শর্তে জীবনযাপন করেছেন, নিজের জন্য যে পথ তৈরি করেছেন তা অনুসরণ করেছেন, এমনকি যখন লোকেরা তাকে প্রশ্ন করেছিল এবং এর জন্য সমালোচনা করেছিল। স্বামী শোয়েবের ধর্ম গ্রহণ করা হোক বা একটি লাভজনক অভিনয় ক্যারিয়ার অনুসরণ না করে একজন গৃহকর্মী হওয়া বেছে নেওয়া হোক, দীপিকা প্রায়ই তার জীবনধারা পছন্দের জন্য তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন।

এটা সবারই জানা যে, অভিনেত্রী দীপিকা কক্কর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর এটা নিয়ে তিনি গর্বিতও। এ বিষয়ে তাঁর ভাষ্য, ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত। আমি এখন মুসলমান।

- Advertisement -

এটাই আমার গর্বের বিষয়। তবে ২০২৩ সালে দীপিকা জানিয়েছেন,তিনি আর অভিনয় করবেন না।
এক সাক্ষাতকারে বলেন যে ২০১৮ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মূলত ধর্মীয় শিক্ষা ও শিষ্টাচারে অভিভূত হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন, যা সঠিক।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ধর্ম পরিবর্তন করার পর নিজের নামও পরিবর্তন করেছেন তিনি। এখন আর দীপিকা কক্কর নাম ব্যবহার করেন না তিনি। নতুন নাম দিয়েছেন ‘ফাইজা’।
তবে ভক্তরা মনে করছেন যে, শোয়েবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ইসলাম গ্রহণ করেন ভারতীয় দর্শকপ্রিয় সিরিয়াল ‘শশুরাল সিমর কা’ এর অভিনেত্রী দীপিকা কক্কর।

দীপিকা বলেছিলেন, ‘আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার পরিবারও আমাকে সাহায্য করেছে। কাউকে কষ্ট দেয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি। আমি খুশিমনে এ সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি। ইসলাম গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ আমারই ছিল।

তবে আমার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবার সহায়তা করেছিল। কাউকে কষ্ট দেয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি। আমি খুশিমনে এ সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি।’

তবে সাক্ষাৎকারে সব বিষয়ে কথা বলতে চাননি তিনি। বলেন, ‘আমার জীবনের কিছু অংশ একান্তই ব্যক্তিগত। কেউ আমার বিষয়ে হস্তক্ষেপ করুক, তা আমার অপছন্দ।’ তিনি এখন নিভৃতে জীবনযাপন করতে চান।

২০১৮ সালে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি বলেছিলেন, ইসলামকে নিজের করার পর আমি খুব সুখী ও নিশ্চিন্ত। বিয়ের পর জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং আমার মানসিক প্রশান্তির পাশাপাশি আনন্দ অর্জিত হয়েছে। ইসলাম নিয়ে বেশ পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেন তিনি।

ভারতের জনপ্রিয় তারকা জুটি দীপিকা কাকর ও শোয়েব ইব্রাহিম বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। জানা যায়, বিয়ের সময় ২০১৮ সালেই সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন দীপিকা। আর ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে গর্বিত মনে করছেন বিখ্যাত রিয়েলিটি শো ‘বিগ বস ১২’এর বিজয়ী দীপিকা।

 

 

- Advertisement -

Related Articles

Latest Articles