20.1 C
Toronto
শুক্রবার, মে ১৬, ২০২৫

মারিয়া মিমের যে বক্তব্যে তোলপাড় নেটদুনিয়া

মারিয়া মিমের যে বক্তব্যে তোলপাড় নেটদুনিয়া - the Bengali Times
ছবি সংগৃহীত

মারিয়া মিম আলোচনায় আসেন অভিনেতা সিদ্দিকের স্ত্রী হিসেবে। সিদ্দিক যখন বিয়ে করেন সে সময়ই মারিয়া মিমকে সকলেই চিনতে পারে, জানা গিয়েছিল স্পেনের বংশোদ্ভুত এক মেয়েকে বিয়ে করেছেন অভিনেতা সিদ্দিক। এরপর দুজনের বিচ্ছেদ। বিচ্ছেদের পর মারিয়া মিম শোবিজ দুনিয়া নামেন। মাঝেমাঝেই বিভিন্ন কারণে তিনি আলোচনায় আসেন। সম্প্রতি মারিয়া মিমের বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায়।

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘সেলিব্রেটি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫’ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্রিকেট মাঠে উপস্থাপন ভঙ্গি ও পোশাক সংক্রান্ত নানা অভিযোগে লিগের কয়েকজন মেন্টরের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন।

- Advertisement -

আইনজীবীর দাবি, এই লিগে অংশগ্রহণকারী কিছু নারী তারকার পোশাক এবং আচরণ ছিল ‘অশ্লীল’ ও ‘অনুপযুক্ত’, যা পারিবারিকভাবে খেলার উপভোগে বাধা তৈরি করেছে। তার ভাষায়, ক্রিকেট এখন আর পরিবার নিয়ে দেখা যায় না। কিছু নারী খেলোয়াড় নিজেদের ফিগার প্রদর্শনের জন্য মাঠে নামেন—এটা খেলা নয়, অশালীনতা ছড়ানোর অপচেষ্টা।

এই অভিযোগে যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, তামিম রহমান অংশু, প্রবীণ রহমান চৌধুরী এবং অভিনেত্রী মারিয়াম, কেয়া পায়েল, সিনথিয়া ইয়াসমিন, শাম্মি ইসলাম নীলা ও আলিশা। অভিযোগকারী পক্ষ মনে করছেন, লিগের মেন্টররা এই পরিস্থিতির দায় এড়াতে পারেন না।

অভিনেত্রী মারিয়াম দাবি করেছেন, আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি? আমি ক্রিকেট ভালোবাসি বলেই খেলছি। গান পারি না, ফুটবলও খেলি না। এখানে এসেছি দর্শকদের এন্টারটেইন করতে।

তিনি বলেন, সবসময় মন খারাপ হয়, কারণ সময় পাই না। সারাদিন প্র্যাকটিস, তারপর খেলার প্রস্তুতি নিতে হয়। আমরা ফান দিচ্ছি, সবাইকে বলবো—এটা নিয়ে বাড়াবাড়ি না করে মজাটা উপভোগ করুন।

অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, এই ক্রিকেট লিগ কি কেবল বিনোদন, নাকি তা সামাজিক রুচিবোধকে আঘাত করছে? কেউ কেউ বলছেন, ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাকে কেন্দ্র করে যদি অশ্লীলতা ছড়ায়, তাহলে তা দেশের ক্রীড়া সংস্কৃতির জন্য হুমকি।

১৩ মে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় বসুন্ধরা এয়ার স্পোর্টস কমপ্লেক্সে। এবারের চ্যাম্পিয়ন হয়েছে ‘গিগাবাইট টাইলস’। দলে ছিলেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মৌসুমী হামিদ ও মেহজাবিন চৌধুরী।

- Advertisement -

Related Articles

Latest Articles