
বর্তমান সমাজে স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কের অন্যতম বড় সংকট হয়ে দাঁড়িয়েছে পরকীয়া। মানসিক দূরত্ব, অপশনস-এর সংখ্যা বৃদ্ধি এবং ক্যারিয়ার সফলতা—এই তিনটি বড় কারণকে চিহ্নিত করছেন সম্পর্ক বিশেষজ্ঞরা। এমনকি ৭০ থেকে ৮০ শতাংশ দাম্পত্য সমস্যার নেপথ্যে রয়েছে পরকীয়ার ছায়া, একটি ভিডিওতে বলেছেন অভিজ্ঞ মনোবিদ হাসিবুল ইসলাম আকাশ।
বিশেষজ্ঞের ভাষায়, “আপনি যখন একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যাবেন, সফলতা পাবেন, তখন আপনার প্রতি অন্যদের আকর্ষণ বাড়বে। সহকর্মী বা পরিচিত নারীরা আপনার সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন। আপনাকে ঘিরে তৈরি হতে পারে ‘প্রেসার’, যেটা শুরুতে ভালো লাগা তৈরি করে। একসময় এটা পরিণত হয় মানসিক টানাপোড়েনে।”
তিনি আরও বলেন, ‘যখন কেউ আপনাকে অতিরিক্ত প্রশংসা করে, কেয়ার করে, তখন সেটা ভালো লাগা তৈরি করে। সেই ভালো লাগা অনেক সময় দাম্পত্য সম্পর্কের বাইরে নতুন সম্পর্কে গড়ায়। মূলত, সম্পর্কের ভিত নড়বড়ে হলে বাইরের মানুষ সহজেই প্রভাব ফেলতে পারে।’
মনোবিদ হাসিবুল ইসলাম আকাশের পর্যবেক্ষণ অনুযায়ী, সবচেয়ে বেশি যে বিষয়টি পরকীয়ার কারণ হয়ে দাঁড়ায়, তা হলো দাম্পত্য জীবনে বোঝাপড়ার অভাব। বিশেষজ্ঞের মতে, সফল ক্যারিয়ারও এক ধরণের চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘যিনি পেশাগতভাবে সফল, তার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। এমনকি কেউ কেউ সরাসরি অফারও করে—আপনার স্ত্রী/স্বামী থাকলেও আমাদের বন্ধুত্ব হতে পারে, আমরা একসাথে সময় কাটাতে পারি। এই রকম প্রস্তাব থেকেই অনেক সময় সম্পর্ক ভেঙে যায়।’
সমাধান কী?
সমাধান হিসেবে মনোবিদ হাসিবুল ইসলাম আকাশ, মূল্যবোধ ও আত্মনিয়ন্ত্রণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন। তিনি বলেন, ‘আপনার পার্টনারকে না জানিয়ে অন্য কারো সঙ্গে সম্পর্ক তৈরি করলে শুরুতে তা আত্মবিশ্বাস বাড়ালেও, দীর্ঘমেয়াদে তা বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
শেষে তিনি যোগ করেন, ‘আপনি যদি নিজেকে সত্যিই ক্লিন দেখতে চান, আয়নার সামনে নিজের প্রতি সম্মান রাখতে চান, তাহলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা ছাড়া আর কোনো উপায় নেই।’