9.1 C
Toronto
সোমবার, মে ১২, ২০২৫

লায়লা, আপনার বয়স হয়েছে এতে দোষ নেই, কিন্তু মামুনকে আটকে রাখারও অধিকার নেই

লায়লা, আপনার বয়স হয়েছে এতে দোষ নেই, কিন্তু মামুনকে আটকে রাখারও অধিকার নেই - the Bengali Times
ছবিঃ সংগৃহীত

সোশাল মিডিয়ায় আলোচিত জুটি মামুন-লায়লাকে নিয়ে মুখ খুললেন ডিজিটাল ক্রিয়েটর নাহিদ সুলতানা। তিনি দাবি করেছেন, এই জুটি বয়সের দিক থেকে বেমানান, আর সেই সত্যটা বিশেষ করে লায়লার বুঝতে হবে।
নাহিদ লেখেন, “মামুন উঠতি বয়সের যুবক, লায়লা পড়ন্ত বিকেলের এক নারী। এই জুটি বেমানান। লায়লা পনার বয়স হয়েছে, এতে আপনার দোষ নেই, কারণ এটা আপনার হাতে না।”

তাঁর বক্তব্যে উঠে আসে আরও নানা বিতর্কিত মন্তব্য। তিনি প্রশ্ন তুলেছেন, “আপনি কি ৭০ বছর বয়সী একজন পুরুষের সঙ্গে থাকতে চাইবেন?” পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, মামুন একসময় লায়লার অর্থ-প্রভাবের কারণে তাঁর সান্নিধ্যে ছিলেন, কিন্তু এখন আর তা প্রয়োজন নেই মামুনের।

- Advertisement -

নাহিদ সুলতানা লেখেন, মামুন এখন নিজেই অর্থসম্পদে সক্ষম এবং তার স্বাভাবিক চাওয়া এখন নিজের বয়সী বা কম বয়সী কারও সঙ্গে জীবন কাটানো। সেই জায়গা থেকে লায়লার উচিত তাকে বাধ্য না করে নিজের পথ চলতে দেওয়া।

পোস্টে আরও বলা হয়েছে, “আপনি তার স্ত্রী নন, তাহলে কেন নজরদারি করবেন? আপনি আল্লাহর নাম মুখে নেন, আবার বিবাহবহির্ভূত সম্পর্কে রাত কাটান। তবুও আপনাদের ভক্ত আছে—এটাই বিস্ময়।”

এই পোস্টে লিভ টুগেদার, সামাজিক মূল্যবোধ, বয়স ও সম্পর্ক নিয়ে অনেক স্পষ্ট মন্তব্য থাকায় তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ একে ‘কঠিন সত্য’ বলছেন, আবার কেউ একে ‘ব্যক্তিগত আক্রমণ’ বলে সমালোচনা করছেন।

এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল বিতর্ক।

- Advertisement -

Related Articles

Latest Articles