8.5 C
Toronto
শনিবার, মে ১০, ২০২৫

বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন শচীনকন্যা

বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন শচীনকন্যা - the Bengali Times
সারা টেন্ডুলকার

শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন বাবার পথে পা বাড়িয়েছেন। ক্রিকেটের মাঠেই কেরিয়ার গড়তে উঠে পড়ে লেগেছেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম সদস্য এখন অর্জুন তেন্ডুলকর। কিন্তু শচীনের মেয়ে কী করবেন? কোন পথে নিজের কেরিয়ার সাজানোর পরিকল্পনা করছেন সারা তেন্ডুলকর? বলিউডে জোর জল্পনা, সারা নাকি অভিনয় জগতে পা রাখতে চলেছেন! শুধু তাই নয়, বড়পর্দায় সারা অভিনীত প্রথম ছবির তোড়জোড়ও নাকি চলছে জোরকদমে। একটি সংবাদমাধ্যম দাবি করেছে সারা তেন্ডুলকরের বলিউডে পা রাখা স্রেফ সময়ের অপেক্ষা।

সম্প্রতি গণমাধ্যমকে সারা টেন্ডুলকার বলেন, ‘তার মূল আগ্রহ পড়াশোনার জগৎ ও মানবসেবামূলক কাজে। ফিল্মের সেটে যাওয়া এসবেই তার কৌতূহল মাত্র।’

- Advertisement -

শচীনকন্যা বলেন, ‘আমি ফ্যাশন ও লাইফস্টাইলে কাজ করি ক্রিয়েটর হিসেবে। কিন্তু কেবল সেই কাজই নিই, যেটি আমার ঠিকঠাক বলে মনে হয়। সব অফারে আমি হ্যাঁ বলি না বলেও জানান সারা।’

সারা বলেন, তিনি ছবিতে অভিনয় করবেন না। এ নিয়ে তার মনে কোনো দ্বিধাও নেই। তিনি বলেন, ‘আমি অন্তর্মুখী, ক্যামেরা দেখলে ভয় পাই। যতই সিনেমার প্রস্তাব আসুক না কেন, আমি সব প্রত্যাখ্যান করে দিই। কেননা, আমি সত্যিই বিশ্বাস করি— আমি কাজটার প্রতি ন্যায় করতে পারব না। অভিনয় আমাকে সন্তুষ্টির পরিবর্তে আরও উৎকণ্ঠাই দেবে।’

তবে সারা যাই বলুক না কেন— নেটিজেনরা কিন্তু তাকে নিয়ে কৌতূহলে রয়েছেন। আবার তার এমন কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। কারণ সারা নানা ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শুটে কাজ করে থাকেন। তাই সারাকে দেখে কখনো বোঝাই যায় না যে, ক্যামেরার সামনে তার মনে কোনো ভীতি কাজ করে।

- Advertisement -

Related Articles

Latest Articles