13.9 C
Toronto
শুক্রবার, মে ৯, ২০২৫

ভারতের পাকিস্তান আক্রমণ সমর্থন করে তোপের মুখে সানিয়া মির্জা

ভারতের পাকিস্তান আক্রমণ সমর্থন করে তোপের মুখে সানিয়া মির্জা - the Bengali Times
সানিয়া মির্জা

ভারত-পাকিস্তানের বর্তমান উত্তেজনার মাঝে নতুন করে বিতর্কে জড়ালেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। সামাজিক মাধ্যমে পাকিস্তানি ব্যবহারকারীদের একাংশ তার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছেন, কারণ তাদের মতে, সানিয়া যুদ্ধের পক্ষ নিয়েছে কথা বলেছেন।

সম্প্রতি পাহেলগামে ঘটে যাওয়া হামলার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া ও সেনা অভিযানের প্রশংসা করেন সানিয়া, এমনটাই মনে করছেন অনেকে। যদিও পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত কি না, তা এখনো প্রমাণিত নয়। এই যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কিছু তারকার মতো সানিয়াও যেন ভারতীয় সেনাবাহিনীর অবস্থানকে সমর্থন করেছেন সম্প্রতি।

- Advertisement -

সাংবাদিক ফায়ে ডি’সুজার করা একটি পোস্ট নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেন সানিয়া। সেই পোস্টে দেখা যায় এই অপারেশন সিঁদুরের দুই অফিসার হেড সোফিয়া কোরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং বিদেশ সচিব বিক্রম মিশ্রির দুই পাশে বসে রয়েছেন। সেই ছবির ওপরে সানিয়া লেখেন, ‘এই ছবিটা অত্যন্ত অর্থবহ, যা বুঝিয়ে দেয় আমরা কোন দেশি বাস করি।’

সানিয়া মির্জার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দীর্ঘ দিনের। তিনি পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সাবেক স্ত্রী এবং তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিক, যিনি অর্ধেক পাকিস্তানি। সেই সম্পর্কের কারণে অনেক পাকিস্তানি তার পাশে ছিলেন, এমনকি বিবাহবিচ্ছেদের সময়ও তাকে সমর্থন করেছিলেন অনেকেই।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। সামাজিক মাধ্যমে একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘আপনি নিজেই একজন মা, আর আপনি একটি শিশুর মৃত্যু উদযাপন করছেন।’

আরেকজন লেখেন, ‘এটাই তো নিরীহ শিশুদের মেরে ইসরায়েল করে।’ আরেকজন বলেন, ‘আমরা আপনাকে একজন নারী ও নারীবাদী হিসেবে সম্মান করতাম, কিন্তু নিরীহ মানুষের বিরুদ্ধে যুদ্ধ সমর্থন করা নারীবাদের অংশ নয়।’

এই ঘটনার পর সানিয়া এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে একটা বিষয় পরিষ্কার, ভারত-পাকিস্তান সীমান্তের উত্তাপ শুধু সীমান্তেই সীমাবদ্ধ নেই, তার আঁচ লেগেছে মানুষের হৃদয়ে, বিশ্বাসে এবং তারকাদের অবস্থানেও।

- Advertisement -

Related Articles

Latest Articles