
ছবি সংগৃহীত
বেশ কয়েকদিন ধরে ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে গতকাল (বৃহস্পতিবার) প্রথমবার আইপিএলের একটি ম্যাচ মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে পাঞ্জাব কিংস ১০.১ ওভার ব্যাট করতেই বন্ধ হয়ে যায় ফ্লাডলাইট। পরে পাকিস্তান হামলা করেছে গুঞ্জনের পাশাপাশি ধর্মশালা স্টেডিয়ামেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময়ে করা আইপিএলের এক চিয়ারলিডারের ভিডিও ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে— দেশটির জম্মু-কাশ্মির ও পাঞ্জাবে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। ওই সময় ভারতের অন্যান্য অঞ্চলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তানের সম্ভাব্য হামলার নিশানায় থাকা অঞ্চলগুলোর মধ্যে হিমাচল প্রদেশ একটি। সেখানকারই ধর্মশালায় গতকাল আইপিএলের ম্যাচ চলছিল। হামলার খবর ছড়িয়ে পড়ার পর সেই এলাকাসহ ভারতের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
এদিকে, ম্যাচ পরিত্যক্ত হওয়ার সময় ধর্মশালা স্টেডিয়ামের পরিস্থিতি ও আতঙ্ক কতটা বেশি ছিল তা টের পাওয়া যায় এক চিয়ারলিডারের ভিডিওতে। ওই সময় স্টেডিয়াম খালি করতে বলা হচ্ছিল। অনেকটা হন্তদন্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যেতে যেতে ওই চিয়ারলিডারকে ভিডিওতে বলতে শোনা যায়— ‘ম্যাচের মাঝেই পুরো স্টেডিয়াম খালি করা হচ্ছে। এটি খুবই আতঙ্কজনক। সবাই চিৎকার করে বলছে, ‘‘বোমা আসছে’’।’
ভিডিও’র শুরুতে স্টেডিয়ামের একপাশের ফ্লাডলাইট জ্বলতে দেখা গেলেও, মাঝে হঠাৎ-ই সেটি বন্ধ হয়ে যায়। অনেকটা অন্ধকারের মাঝে ওই চিয়ারলিডার বলতে থাকেন, ‘এখানে এখন অনেক অনেক ভয়ঙ্কয় (পরিস্থিতি)। আমরা আসলেই ধর্মশালা ছেড়ে যেতে চাই। আশা করি আইপিএলের লোকজনও (কর্মকর্তারা) আমাদের দেখছেন। এটি খুবই আতঙ্কজনক। জানি না কেন আমি কাঁদছি না, মনে হয় আমি এখন ঘোরের মধ্যে আছি।’
ইএসপিএন ক্রিকইনফো জানায়, নিরাপত্তা শঙ্কায় স্টেডিয়াম খালি করতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে ধর্মশালায় ১১ মে’র সূচিতে থাকা একটি ম্যাচ সরিয়ে আহমেদাবাদে নিয়ে যায় আইপিএল কর্তৃপক্ষ। তবে চলমান উদ্বেগজনক পরিস্থিতিতেও কাল ধর্মশালায় চলছিল পাঞ্জাব-দিল্লির ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয় কিছুটা দেরিতে। ম্যাচের ১০.১ ওভার খেলা শেষে হুট করে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। এরপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
খেলা বন্ধ হওয়ার আগে ১ উইকেটে ১২২ রান সংগ্রহ করেছিল পাঞ্জাব। তাদের পক্ষে ওপেনার প্রিয়াংশ আর্য ৩৪ বলে ৭০ এবং প্রভসিমরান সিং ২৮ বলে ৫০ রান করেছেন। ধর্মশালার এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৩ হাজার। ব্যাপক দর্শক উপস্থিতিও ছিল এদিন। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই তাদের আতঙ্ক নিয়ে ফিরতে হয়েছে।