10.9 C
Toronto
মঙ্গলবার, মে ৬, ২০২৫

দেশে ফিরেছেন খালেদা জিয়া

দেশে ফিরেছেন খালেদা জিয়া - the Bengali Times

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিশেষ ফ্লাইটটি ছিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপহার দেওয়া একটি রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। গতকাল সোমবার রাতে এটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এবং পথে কাতারের রাজধানী দোহায় একবার যাত্রাবিরতি করে ঢাকায় পৌঁছায়।

- Advertisement -

খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুলখালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল
বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূকে স্বাগত জানান।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এর মধ্যে জুবাইদা রহমান প্রায় ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন, যার উপস্থিতি এই সফরকে দিয়েছে বিশেষ গুরুত্ব। ঢাকায় এসে তিনি উঠবেন ধানমণ্ডির মাহাবুব ভবনে, যা তার পৈত্রিক বাসভবন। অন্যদিকে, সৈয়দা শর্মিলা রহমান থাকবেন গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য়।

হজ ভিসা লঙ্ঘন করলে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান করল সৌদি আরবহজ ভিসা লঙ্ঘন করলে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান করল সৌদি আরব
খালেদা জিয়ার প্রত্যাবর্তনে সকাল থেকেই বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা ভবন পর্যন্ত সড়কের দুই পাশে ভিড় করেন লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাকে একনজর দেখতে রাজপথে ঢল নামে জনতার।

এদিকে, বিমানবন্দর এলাকা ঘিরে গড়ে তোলা হয় চার স্তরের নিরাপত্তা বেষ্টনী।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো ওই বিশেষ রয়েল এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। চিকিৎসা শেষে এবারও ফিরলেন সেই একই বিমানে।

- Advertisement -

Related Articles

Latest Articles